পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

'বিকশিত ভারত' থেকে 'নারী শক্তি' - একনজরে নির্মলার অন্তর্বর্তী বাজেট - Budget 2024

Budget 2024: অন্তর্বর্তীকালীন বাজেট 2024-25 পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি বলেন যে, দেশের অর্থনীতি গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভারতের জনগণ আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন । অন্তর্বর্তীকালীন বাজেটের উল্লেখযোগ্য দিকগুলি একনজরে দেখে নিন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:41 PM IST

Updated : Feb 1, 2024, 5:46 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি:2024-25 সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় 58 মিনিটের বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের সাফল্য ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তিনি জানান, 2047 সালের মধ্যে দেশকে 'বিকশিত ভারত' হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা করা হয়েছে ৷ এ ছাড়াও নির্মলার কথায় এসেছে নারী শক্তির প্রসঙ্গও ৷

অন্তর্বর্তীকালীন বাজেট 2024-25-এর সেরা 10টি বিষয় রইল একনজরে:

1. প্রত্যক্ষ এবং পরোক্ষ - উভয় করের ক্ষেত্রেই কোনও পরিবর্তনের প্রস্তাব করা হয়নি ৷ নির্মলা সীতারামন বলেন যে, করের সঙ্গে সম্পর্কিত কোনও পরিবর্তন হবে না এবং আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখা হবে ।

2. নির্মলা সীতারামন প্রধানত 'বিকশিত ভারত'-এর জন্য সরকারের দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছেন ৷ তিনি বলেন যে, এই দৃষ্টিভঙ্গির লক্ষ্য 'প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আধুনিক পরিকাঠামো এবং সমস্ত নাগরিক ও সমস্ত অঞ্চলের জন্য তাদেঁর সম্ভাবনায় পৌঁছনোর সুযোগ প্রদান করা সমৃদ্ধ ভারত'।

3. কেন্দ্রীয় অর্থমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে, সরকার উন্নয়নের জন্য কাজ করছে যা সর্বব্যাপী ও সর্বাত্মক । কেন্দ্র সমস্ত স্তরের, সমস্ত জাতির মানুষকে পরিষেবা দেয় ৷ সরকার 2047 সালের মধ্যে ভারতকে ভিক্ষিত ভারতে পরিণত করার জন্য কাজ করছে ।

4.প্রযুক্তি সচেতন ব্যক্তিদের জন্য এটি সোনালি যুগ হবে বলে দাবি করে সীতারামন সূর্যোদয় ডোমেনে গবেষণা এবং উদ্ভাবন বাড়াতে বেসরকারি খাতকে উত্সাহিত করার জন্য 50 বছরের সুদমুক্ত ঋণের সঙ্গে 1 লক্ষ কোটি টাকার একটি কর্পাস প্রতিষ্ঠা করার ঘোষণা করেছেন ।

5. উদ্যোগপতি, জীবনযাত্রার সহজতা এবং তাদের জন্য মর্যাদার মাধ্যমে নারীর ক্ষমতায়ন গত দশ বছরে গতি পেয়েছে । মহিলা উদ্যোক্তাদের 30 কোটি মুদ্রা যোজনা ঋণ দেওয়া হয়েছে বলে জানান নির্মলা সীতারামন ৷

6. অর্থমন্ত্রী বলেন, নিরাপত্তা বাড়াতে 40,000 বগিকে বন্দে ভারতে রূপান্তর করা হবে । তিনটি প্রধান অর্থনৈতিক রেল করিডোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে (ক) শক্তি, খনিজ ও সিমেন্ট করিডোর, (খ) বন্দর সংযোগ করিডোর এবং (গ) উচ্চ ট্রাফিক ঘনত্ব করিডোর ।

7. ছাদের উপর সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বিনামূল্যে সোলারাইজেশনের মাধ্যমে 1 কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে । এই প্রকল্পটি অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।

8. রাজস্ব ঘাটতির সংশোধিত পূর্বাভাসে জিডিপির 5.8 শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে ৷ 2024-25 সালে রাজস্ব ঘাটতি জিডিপির 5.1 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল ।

9. সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদেরও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে ৷ 'সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0' এর অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উন্নতি করা ও 14টি উন্নত পুষ্টি সরবরাহ, শৈশবকালীন যত্ন এবং বিকাশের কাজ ত্বরান্বিত করা হবে ।

10. ক্রীড়াক্ষেত্রের সাফল্যের কথা বলতে গিয়ে নির্মলা বলেন, 2023 সালে এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমসে দেশ তার সর্বোচ্চ পদক পেয়েছে ৷ দাবা প্রডিজি তথা আমাদের 1 নম্বর খেলোয়াড় প্রজ্ঞানন্দ 2023 সালে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে কঠোর লড়াই করেছে ৷ আজ ভারতের 80 জনেরও বেশি দাবা গ্র্যান্ডমাস্টার রয়েছেন ৷ 2010 সালে তা ছিল 20-এর কিছু বেশি ৷

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত
  2. 2024-25 অর্থবর্ষে 5.1 শতাংশ রাজস্ব ঘাটতির অনুমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
  3. 80 কোটি মানুষকে ফ্রি রেশন দিয়ে দেশে খাদ্য নিয়ে উদ্বেগ দূর করেছে কেন্দ্র: নির্মলা
Last Updated : Feb 1, 2024, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details