কলকাতা, 22 সেপ্টেম্বর:সঞ্চয়ের ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ মানুষের ভরসার জায়গায় রয়েছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত ৷ সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে তাতে সাড়ে 3 থেকে 4 শতাংশের বেশি সুদ পাওয়া যায় না ৷ পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মেয়াদ অন্তত 5 বছর ৷ ফলে কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার একমাত্র ভরসা ফিক্সড ডিপোজিট ৷
কিন্তু, ফিক্সড ডিপোজিটের চেয়ে কম সময়ে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পেতে চাইলে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়ে দেখা উচিত ৷ জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটি নতুন ফিক্সড ডিপোজিট এনেছে। স্বল্পমেয়াদী চাহিদা মেটাতে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই নতুন ফিক্সড ডিপোজিটের নাম লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিট, যা 7 দিন থেকে 180 দিনের আমানতে 6.75 শতাংশ সুদ দিচ্ছে। আপনি যদি অল্প সময়ের জন্য টাকা ব্যাঙ্কে রেখে চড়া সুদ পাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই স্কিমটি আপনার জন্য উপকারী হতে পারে ।