পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

পুজোর মুখেই বেশ কিছুটা সস্তা হল সোনা ! কলকাতায় দর কত ? - Gold Price Today

Gold Price Drop: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে, আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রায় রেকর্ড উচ্চতায় লেনদেন করছে ৷ তবে ভারতীয় বুলিয়ান বাজারে সোনার দর বেশ কিছুটা কমেছে। উৎসবের মরশুমে বুধবার সোনা কিছুটা সস্তা হয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন ক্রেতারা ৷ চলুন জেনে নেওয়া যাক সস্তা হওয়ার পর এখন কলকাতায় কত যাচ্ছে সোনার দর...

Gold Price Drop
কিছুটা সস্তা হল সোনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 1:20 PM IST

কলকাতা, 2 অক্টোবর: এই সপ্তাহে সোনার দামে ক্রমাগত ওঠানামা দেখা যাচ্ছে। বিশেষ করে উৎসবের মরসুমের আগে বুলিয়ন মার্কেট এবং ফিউচার মার্কেট উভয় ক্ষেত্রেই অস্থিরতা থাকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রায় রেকর্ড উচ্চতায় লেনদেন করছে ৷ অন্যদিকে, ভারতীয় বুলিয়ান বাজারে সোনার দর বেশ কিছুটা কমেছে। তবে তা সত্ত্বেও ফিউচার মার্কেটে সোনার দর 75,500 টাকা এবং বুলিয়ন মার্কেটে 77,700 টাকার স্তর পেরিয়ে গিয়েছে।

বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম কত?

টানা 10 দিন ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার দিল্লির বুলিয়ন বাজারে সোনার দামে পতন হল ৷ আজ সোনার দর 200 টাকা কমে প্রতি 10 গ্রামে 78,100 টাকায় লেনদেন করছে। সোমবার, সোনার দর প্রতি 10 গ্রামে 78,300 টাকায় বন্ধ হয়েছে। তবে, মঙ্গলবার থেকে স্থানীয় বাজারে রুপোর দর কেজি প্রতি 92,500 টাকায় স্থিতিশীল রয়েছে। এছাড়াও, 99.5 শতাংশ বিশুদ্ধ সোনার দাম 200 টাকা কমে প্রতি ১০ গ্রামে 77,700 টাকা হয়েছে। সোমবার সোনার দর প্রতি 10 গ্রামে 77,900 টাকায় বন্ধ হয়েছিল ।

মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনা ও রুপোর দাম কত?

মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দামও পড়েছে। গতকাল, সোনার দর 116 টাকা কমে 75,550 টাকায় বন্ধ হয়েছিল। এই সময়ের মধ্যে রুপোর দর 15 টাকা বেড়ে প্রতি কেজিতে 91,390 টাকায় বন্ধ হয়েছে।

দাম কী আরও বাড়বে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্বের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম 1 শতাংশ বেড়ে 2,661.63 ডলার প্রতি আউন্স হয়েছে, যা গত সপ্তাহে তার সর্বকালের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে 2,685.42 ডলারের স্তরে পৌঁছেছিল। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বুলিয়ান মার্কেটের পাশাপাশি ফিউচার মার্কেটেও সোনার দাম বাড়বে। উৎসবের মরসুমের চাহিদার কারণে গত কয়েকদিন ধরে সোনার দাম লাগাতার বেড়েছে ৷ এই পরিস্থিতিতে দেশের বাজারে আজ সোনার দাম কমায় ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details