ঋষিকেশ, 11 জুন: ঋষিকেশে উজ্জয়িনী এক্সপ্রেসের বগিতে প্লাস্টিক ব্যাগে উদ্ধার মহিলার কাটা হাত ও পা। আরপিএফ এবং জিআরপি বিষয়টি তদন্ত করছে। ট্রেনটি ইন্দোর থেকে ঋষিকেশে আসে বলে জানা গিয়েছে ৷ ঋষিকেশের রেল পুলিশের তরফে ইন্দোর পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ইন্দোর রেলস্টেশনে গত শনিবার উদ্ধার হয়েছিল এক মহিলার কয়েকভাগে বিভক্ত দেহ ৷ মনে করা হচ্ছে, ইন্দোরে উদ্ধার দেহের অংশ এগুলি ৷ ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে 5টা নাগাদ যোগনগরী ঋষিকেশে পৌঁছয় উজ্জয়িনী এক্সপ্রেস। এই ট্রেনটি স্টেশনের ওয়াশিং লাইনে দাঁড়িয়ে ছিল। ট্রেন পরিদর্শনের সময় এস-1 এবং এস-1 কোচের মধ্যে শৌচালয়ের কাছে একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয় । সেই ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ঋষিকেশের সাব ইন্সপেক্টর গায়ত্রী দেবী এবং জিআরপি ঋষিকেশের সাব ইন্সপেক্টর আনন্দ গিরি। পরবর্তীতে প্লাস্টিকের ব্যাগ থেকে মানুষের দু'টি হাত ও দু'টি পা উদ্ধার হয়।