পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের বেসরকারিকরণের চেষ্টা বন্ধ করবেন ? প্রধানমন্ত্রীকে প্রশ্ন কংগ্রেসের - Jairam Ramesh - JAIRAM RAMESH

Jairam Ramesh on Special Status to Bihar-Andhra : মোদি কি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের বেসরকারিকরণ বন্ধ করবেন ? বিশেষ রাজ্যের তকমা দেবেন বিহারকে ? দেশে এনডিএ শরিক টিডিপি ও জেডি(ইউ)-র সঙ্গে জোট সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ৷ সেই সময় এমন একাধিক প্রশ্ন তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

Jairam Ramesh
জয়রাম রমেশ (সৌ: টুইটার)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 9:58 PM IST

নয়াদিল্লি, 6 জুন: অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? বৃহস্পতিবার এমন প্রশ্ন তুলল কংগ্রেস ৷ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চারটি প্রশ্নের উত্তর চেয়েছেন ৷

এক্স-হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োয় জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রীর কাছে কংগ্রেসের চারটি প্রশ্ন রয়েছে- দু'টি অন্ধ্রপ্রদেশের জন্য এবং দুটি বিহারের জন্য ৷ 2014 সালের 30 এপ্রিল তিরুপতিতে, আপনি অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ যাতে এই রাজ্যে ব্যাপক বিনিয়োগ আসে ৷ 10 বছর হয়ে গেলেও তা হয়নি ৷ সেই প্রতিশ্রুতি কি এখন পূরণ হবে ? প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেবেন ?”

তিনি আরও দাবি করেন, "বিগত 5 বছর ধরে প্রধানমন্ত্রী মোদি বিশাখাপত্তনমে ইস্পাত কারখানাকে বেসরকারিকরণের চেষ্টা করছেন ৷ সব রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে ৷ আপনি কি এখনও বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের বেসরকারিকরণের পক্ষে ? স্পষ্ট বলবেন যে বেসরকারিকরণ হবে না ? কাজ বন্ধ করবেন ?"

জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তাঁর 2014 সালের নির্বাচনী প্রতিশ্রুতি এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে বন্ধু নীতীশ কুমারের 10 বছরের দাবি পূরণ করবেন ? তিনি বলেন, "এর জন্য দাবি উঠেছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী এখনও এই বিষয়ে তাঁর নীরবতা ভাঙেননি ৷" প্রবীণ কংগ্রেস নেতা বলেন, "আরজেডি, কংগ্রেস এবং নীতীশ কুমারের জোট সরকার বিহারে একটি জাতিভিত্তিক জনগণনা করেছে ৷ আমরা দাবি করেছি যে দেশব্যাপী জাতিভিত্তিক জনগণনা করা হোক এবং নীতীশ কুমারও একে সমর্থন করেছেন ৷ আপনি (প্রধানমন্ত্রী) কি বিহারের মতো সারা দেশে জাতিভিত্তিক জনগণনা করার প্রতিশ্রুতি দিয়েছেন ?"

চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ অন্ধ্রপ্রদেশ বিহারে যথাক্রমে 16 এবং 12টি লোকসভা আসন জিতেছে ৷ টিডিপি এবং জেডিইউ ইতিমধ্যে বিরোধী জোটে সরে যাওয়ার গুজবকে সরাসরি খারিজ করে দিয়ে জানিয়েছে তারা এনডিএ জোটের সঙ্গেই আছে ৷

ABOUT THE AUTHOR

...view details