ভুবনেশ্বর, 9 জুন: সক্রিয় রাজনীতি থেকে রবিবার অবসর ঘোষণা করলেন আমলা টার্নড রাজনীতিবিদ ভিকে পান্ডিয়ান। রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করে একটি ভিডিয়ো বার্তাও প্রকাশ করেছেন তিনি।
2024 সালের সাধারণ নির্বাচনে বিজু জনতা দলের (বিজেডি) পরাজয়ের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তিনি ভিডিয়ো বার্তায় বলেন, "আমার বিরুদ্ধে প্রচার দলের ক্ষতি করেছে বলে আমি দুঃখিত। বিজুর পরিবার ও কর্মীদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি নবীন পট্টনায়েককে সাহায্য করার জন্য রাজনীতিতে এসেছি।" নবীন পট্টনায়েক গতকাল পান্ডিয়ানের বিরুদ্ধে চলমান সমালোচনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
2024 সালের নির্বাচনের আগে ভিকে পান্ডিয়ান ঘোষণা করেছিলেন, নবীন পট্টনায়েক ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে ব্যর্থ হলে তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দেবেন। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে 147টি আসনের মধ্যে বিজেডি মাত্র 51টি আসনে জিতেছে। বিজেডি'র এমন বিপর্যয়ের জন্য বিভিন্ন মহলে ভিকে পান্ডিয়ানকে দায়ী করা হচ্ছে। এবার পান্ডিয়ান একাই নির্বাচনী প্রচার চালান। তিনি বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও রোড-শো করে দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করেছেন। যা বিজেডি'র জন্যই পালটা হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
নবীন পট্টনায়েক অবশ্য শনিবারও পান্ডিয়ানের বিরুদ্ধে সমালোচনাকে দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন। পান্ডিয়ান ভিডিও বার্তায় বলেছেন, "আমি একটি সাধারণ পরিবার থেকে এসেছি। আমার স্বপ্ন ছিল আইএএস হওয়ার। ভগবান জগন্নাথের কারণে আমি আইএএসও হয়েছি। আমার পরিবারের কারণে আমি ওড়িশায় এসেছি একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে। আমি ওডিশার বিভিন্ন জায়গায় কাজ করেছি, নবীন বাবুকে সাহায্য করেছি এবং জনসাধারণের জন্য কাজ করেছি। অবসর নেওয়ার পর রাজনীতিতে এসেছি ৷ আমি কোনও পদ গ্রহণ করিনি বা প্রার্থী হইনি।"
একইসঙ্গে তিনি এও বলেন, "যদি আমি বিজেডি'র ক্ষতির জন্য দায়ী হয়ে থাকি, তাহলে আমি বিজু পরিবারের লক্ষ লক্ষ সদস্যের কাছে ক্ষমাপ্রার্থী ৷ আমি যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে আমি দুঃখিত ৷" তবে রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও ওড়িশা সর্বদা তাঁর হৃদয়ে থাকবেন এবং নবীন পট্টনায়েক সর্বদা তাঁর মেন্টর থাকবেন বলেও জানিয়েছেন পান্ডিয়ান।