পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোশাল মিডিয়ায় বোমার হুমকি! লন্ডনের বদলে ভিস্তারার বিমান নামল ফ্রাঙ্কফুর্টে

সোশাল মিডিয়ায় জানা যায়, বিমানে বোমা আছে ৷ এরপরই বিমানচালক তড়িঘড়ি বিমানটিকে জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরে নামিয়ে আনেন ৷

By PTI

Published : 4 hours ago

Updated : 22 minutes ago

Bomb Threat in Vistara Flight
ভিস্তারার বিমানে বোমা হুমকি (ফাইল ছবি)

নয়াদিল্লি, 19 অক্টোবর: বিমানে বোমা হুমকির রেশ চলছেই ৷ এবার লন্ডনগামী একটি বিমানে বোমা রাখার হুমকি পেল ভিস্তারার বিমান ৷ দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি ৷ মাঝপথে জার্মানির ফ্রাঙ্কফুর্টে নিরাপত্তার কারণে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে ৷

শনিবার ভোরে ভিস্তারা সংস্থার মুখপাত্র একটি বিবৃতিতে জানান, ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে ৷ সেখানে বিমানটিকে পরীক্ষা করে দেখা হয়েছে ৷ নিরাপত্তা সংস্থা সবুজ সঙ্কেত দিলেই বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে ৷

মুখপাত্র বলেন, "18 অক্টোবর ভিস্তারার ইউকে 17 দিল্লি থেকে লন্ডনে যাচ্ছিল ৷ সোশাল মিডিয়ায় নিরাপত্তা সংক্রান্ত হুমকি আসে ৷ এরপর প্রোটোকল অনুযায়ী সংশ্লিষ্ট সব আধিকারিকদের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ৷ বিমানে তল্লাশির কারণে বিমানচালক বিমানটির অভিমুখ ফ্রাঙ্কফুর্টের দিকে ঘুরিয়ে দেন ৷"

এদিকে আকাসা এয়ার জানিয়েছে, শুক্রবার তাদের কিউপি 1366 বিমান বেঙ্গালুরু থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগেই একটি নিরপত্তাজনিত সতর্কবার্তা পায় ৷ এক্স হ্যান্ডেলে সংস্থাটি জানিয়েছে, "নিরাপত্তার প্রোটোকল মেনে সব যাত্রীকে বিমান থেকে নামানো হয় ৷ স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী কাজ করে ৷ আপনাদের কাছে অনুরোধ, আমাদের দলটি এই অসুবিধে এড়াতে যা সম্ভব, সেসব কিছুই করেছে ৷"

অন্যদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দুবাই থেকে জয়পুরে আসছিল ৷ তাতে 189 জন যাত্রী ছিলেন ৷ ওই বিমানে বোমা রাখা আছে বলে মেইলে হুমকি পাঠানো হয় ৷ জয়পুরের বিমানবন্দরের পুলিশ আধিকারিক সন্দীপ বাসেরা জানান, ওই বিমানটি রাত 1.20 মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৷ নিরাপত্তাবাহিনী তল্লাশি চালিয়ে কিছুই পায়নি ৷

গত কয়েক দিনে প্রায় ভারতীয় এয়ারলাইন সংস্থার প্রায় 40টি বিমান বোমা হুমকি পায় ৷ সব ক্ষেত্রে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ জানা যায়, এই সব হুমকিগুলিই ভুয়ো ৷ এই পরিস্থিতিতে অসামরিক বিমান মন্ত্রক এই নিয়ে উদ্বিগ্ন ৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করবে মন্ত্রক ৷ এমনকী দোষীদের বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার ভাবনা-চিন্তা করা হচ্ছে বলেও জানা গিয়েছে ৷

Last Updated : 22 minutes ago

ABOUT THE AUTHOR

...view details