শ্রীনগর, 16 নভেম্বর: কাশ্মীরের কথা উঠলেই তুষারঢাকা পাহাড়, গাছপালা, রাস্তাঘাটের ছবি চোখের সামনে ভেসে ওঠে। শনির সকালে মরশুমের প্রথম তুষারপাতে ঢাকল কাশ্মীর ৷ তুষারপাতের কারণে শ্বেতশুভ্র বরফের চাদরে ঢেকেছে গুলমার্গ ৷ চারধারে তুষারঢাকা মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে এই পাহাড়ি অঞ্চল। ইটিভি ভারতের প্রতিনিধি পারভেজ উদ্দিন সেই মনোরম দৃশ্য ধরে রেখেছেন নিজের ক্যামেরায় ৷
বরফে ঢেকে গিয়েছ পাহাড় । গাছপালা থেকে শুরু করে রাস্তাঘাটও ৷ বরফ পড়ার কারণে আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রাও। মরশুমের প্রথম তুষারপাত দেখে পর্যটক থেকে নেটিজেনদের বেশ মন মজেছে। আবার শীতের চাদরে মুড়ে প্রকৃতির কোলে ঘুরেও বেড়াচ্ছেন কেউ কেউ ৷ এদিকে টানা বৃষ্টি হয়েছে পাহাড়ের পাশাপাশি সমতলেও। এই মনোরম দৃশ্য উপভোগ করতেই তো দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমান ৷ আগামী কয়েক দিন কাশ্মীরের বেশ কিছু অংশ তুষারপাত এবং বৃষ্টিতে ভিজতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷