পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শীত শুরুর আগেই তুষারপাত! শ্বেতশুভ্র চাদরে ঢাকল কাশ্মীর, দেখুন ভিডিয়ো - KASHMIR AND GULMARG SNOWFALL

পাহাড়প্রেমীদের কাছে ভূস্বর্গ অন্যতম পছন্দের একটি ভ্রমণকেন্দ্র। আর সেখানে 'স্নো-ফল' হলে তাকে ঘিরে পর্যটকদের আকর্ষণ আরও কয়েকগুণ বেড়ে যায়।

KASHMIR AND GULMARG SNOWFALL
শীত শুরুর আগেই তুষারপাত (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 11:08 PM IST

শ্রীনগর, 16 নভেম্বর: কাশ্মীরের কথা উঠলেই তুষারঢাকা পাহাড়, গাছপালা, রাস্তাঘাটের ছবি চোখের সামনে ভেসে ওঠে। শনির সকালে মরশুমের প্রথম তুষারপাতে ঢাকল কাশ্মীর ৷ তুষারপাতের কারণে শ্বেতশুভ্র বরফের চাদরে ঢেকেছে গুলমার্গ ৷ চারধারে তুষারঢাকা মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠেছে এই পাহাড়ি অঞ্চল। ইটিভি ভারতের প্রতিনিধি পারভেজ উদ্দিন সেই মনোরম দৃশ্য ধরে রেখেছেন নিজের ক্যামেরায় ৷

বরফে ঢেকে গিয়েছ পাহাড় । গাছপালা থেকে শুরু করে রাস্তাঘাটও ৷ বরফ পড়ার কারণে আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রাও। মরশুমের প্রথম তুষারপাত দেখে পর্যটক থেকে নেটিজেনদের বেশ মন মজেছে। আবার শীতের চাদরে মুড়ে প্রকৃতির কোলে ঘুরেও বেড়াচ্ছেন কেউ কেউ ৷ এদিকে টানা বৃষ্টি হয়েছে পাহাড়ের পাশাপাশি সমতলেও। এই মনোরম দৃশ্য উপভোগ করতেই তো দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমান ৷ আগামী কয়েক দিন কাশ্মীরের বেশ কিছু অংশ তুষারপাত এবং বৃষ্টিতে ভিজতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

শ্বেতশুভ্র চাদরে ঢাকল ভূস্বর্গ কাশ্মীর (ইটিভি ভারত)

আবহাওয়া দফতর বলছে, আগামী পরশু থেকে 23 নভেম্বর পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া সম্ভাবনা রয়েছে ৷ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে 24 নভেম্বর পর্যন্ত। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা ৷ আসন্ন ছুটির মরশুমে পর্যটকরা তুষারপাতের টানে পাহাড়মুখী হবেন বলে তাঁদের আশা ৷ আবহাওয়া দফতরের আধিকারিকরা পর্যটক ও পর্বতারোহীদের জন্য জানান, আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী তাঁদের ভ্রমণের পরিকল্পনা করা ভালো।
এদিকে, তুষারপাতের জেরে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসন ও ট্রাফিক পুলিশের তরফে যাত্রীদের পরামর্শ দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ৷ জম্মু-শ্রীনগর হাইওয়েতে ওভারটেক না-করার বার্তাও দেওয়া হয়েছে ৷

সঙ্গী উর্মিলাকে একা করে চলে গেল বেঙ্গল সাফারি পার্কের লক্ষ্মী

ABOUT THE AUTHOR

...view details