পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সহপাঠীদের হাতে গণধর্ষণের 'শিকার' নাবালিকা,অভিযুক্ত 8 ও 10 বছরের দুই নাবালক - Gang Rape

Gang rape in Gonda: গণধর্ষণের শিকার 5 বছরের নাবালিকা ৷ অভিযুক্ত দুই নাবালক ও নির্যাতিতা একই স্কুলের পড়ুয়া ৷ উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার ঘটনা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 9:49 PM IST

Updated : Feb 10, 2024, 10:12 PM IST

গোন্ডা(উত্তরপ্রদেশ), 10 ফেব্রুয়ারি:নাবালক দুই সহপাঠীর লালসার শিকার বছর পাঁচেকের নাবালিকা ৷ গণধর্ষণের অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত দুই নাবালক ও নির্যাতিতা একই স্কুলের পড়ুয়া ৷ উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার ঘটনা ৷ শনিবার দুই নাবালকের কুকীর্তি প্রকাশ্যে এসেছে ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই নাবালকের একজনের বয়স 8 বছর ও অন্যজনের বয়স 10 বছর ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ৷ নাবালিকা পড়ুয়া স্কুল থেকে বাড়ি ফিরে তার শরীরে অস্বস্তি হচ্ছে বলে জানায় ৷ পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করেই বুঝতে পারে ওই নাবালিকার সঙ্গে কী ঘটেছে ৷ এরপরই তারা পুলিশে অভিযোগ দায়ের করে ৷ মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধনেপুর থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ নির্যাতিতা শিশুর ডাক্তারি পরীক্ষাও প্রস্তুতি শুরু করেছে ।

ঘটনা প্রসঙ্গেই পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানান, ধনেপুর থানা এলাকায় 5 বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে । অভিযুক্ত দুই নাবালক ও নির্যাতিতা 3 জনে একই স্কুলের পড়ুয়া ৷ অভিযুক্তদের বয়স 8 ও 10 বছর ৷ পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে । নির্যাতিতা মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে । সেই রিপোর্ট এলে তদন্তে আরও গতি পাবে বলে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. পানশালায় গায়িকাকে 'ধর্ষণ' ব্যবসায়ীর, গ্রেফতার অভিযুক্ত
  2. দার্জিলিংয়ের তরুণীকে রাজধানীতে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত 'বন্ধু'
  3. লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক
Last Updated : Feb 10, 2024, 10:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details