গোন্ডা(উত্তরপ্রদেশ), 10 ফেব্রুয়ারি:নাবালক দুই সহপাঠীর লালসার শিকার বছর পাঁচেকের নাবালিকা ৷ গণধর্ষণের অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত দুই নাবালক ও নির্যাতিতা একই স্কুলের পড়ুয়া ৷ উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার ঘটনা ৷ শনিবার দুই নাবালকের কুকীর্তি প্রকাশ্যে এসেছে ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই নাবালকের একজনের বয়স 8 বছর ও অন্যজনের বয়স 10 বছর ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ৷ নাবালিকা পড়ুয়া স্কুল থেকে বাড়ি ফিরে তার শরীরে অস্বস্তি হচ্ছে বলে জানায় ৷ পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করেই বুঝতে পারে ওই নাবালিকার সঙ্গে কী ঘটেছে ৷ এরপরই তারা পুলিশে অভিযোগ দায়ের করে ৷ মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধনেপুর থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ নির্যাতিতা শিশুর ডাক্তারি পরীক্ষাও প্রস্তুতি শুরু করেছে ।