মির্জাপুর, 10 সেপ্টেম্বর:প্রথমে নেকড়ে, তারপর শেয়াল ৷ বন্যপ্রাণীর হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তরপ্রদেশের একাধিক গ্রামের বাসিন্দারা ৷ এই আবহে আতঙ্ক ছড়ালো বিষাক্ত পোকা ৷ মির্জাপুর জেলায় এক অজানা ও বিষাক্ত পোকার কামড়ে প্রাণ গেল দুই বোনের ৷ ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে ৷
রাজগড় থানা এলাকার চন্দনপুর গ্রামের ঘটনা ৷ খাটের উপর ঘুমোচ্ছিল দুই নিষ্পাপ শিশু ৷ সেই সময় তাদেরকে কামড় দেয় পোকা ৷ মুহূর্তের মধ্য়ে দু'জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ পরিবারের সদস্যরা মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ঘরোয়া উপায়ে পোকার বিষ বের করার চেষ্টা শুরু করেন । বেশ কিছুক্ষণ সেই চেষ্টা করার পর নিষ্পাপ দুই বোনের শারীরিক অবস্থার উন্নতি না হলে পরিবারের লোকজন তাদের রাজগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ।