পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

40 বছর পর উড়ল তেরঙা, মোস্ট ওয়ান্টেড হিডমার গ্রামে ক্যাম্প গড়ল নিরাপত্তা বাহিনী

Village of Most Wanted Naxal Maoist Hidma: 40 বছর পর নকশালদের অঘোষিত রাজধানী তথা মোস্ট ওয়ান্টেড মাওবাদী হিডমার গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করল নিরাপত্তা বাহিনী ৷ ক্যাম্প করে এবার নকশালদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিল সরকার ৷

Etv Bharat
মোস্ট ওয়ান্টেড নকশাল হিডমার গ্রামে নিরাপত্তা বাহিনী

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 8:22 AM IST

বিজাপুর, 19 ফেব্রুয়ারি: মোস্ট ওয়ান্টেড মাওবাদী হিডমার গ্রামে পৌঁছল নিরাপত্তা বাহিনীর দল ৷ রবিবার দেশের ভয়ঙ্কর এবং কট্টর নকশাল হিডমার গ্রাম পুবর্তীতে তেরঙা পতাকা উত্তোলন করেছে নিরাপত্তা বাহিনী । এই পতাকা উত্তোলনের কর্মসূচিতে অংশ নেন পুবর্তী গ্রামের বহু মানুষ । এই উপলক্ষ্যে সুকমা পুলিশ সুপার কিরণ চহ্বান জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন । তিনি লাল সন্ত্রাসের সঙ্গে যুক্ত যুবকদের সমাজের মূলস্রোতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ।

কট্টর নকশাল হিডমার মায়ের সঙ্গে দেখা করেন পুলিশ সুপার এসপি কিরণ চহ্বান । ভারত সরকার এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিষয়ে কথা বলেন তাঁর সঙ্গে ৷

বিজাপুর-সুকমার সীমান্ত এলাকা জাগারগুন্ডায় অবস্থিত ভয়ঙ্কর নকশাল হিডমার প্রাক্তন গ্রাম পুবর্তী । পুলিশ সুপার কিরণ চহ্বান এবং সিআরপিএফ কোবরা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট উপেন্দ্র রবিবার এই গ্রামে পৌঁছন ৷ গ্রাম ছেড়ে চলে যাওয়া লোকজনকে আবার গ্রামে বসতি স্থাপনের আবেদন জানান তাঁরা । এরপর গ্রামের প্রধান এলাকায় তেরঙা পতাকা উত্তোলন করা হয়।

এই বিষয়ে পুলিশ সুপার কিরণ চহ্বান জানান, নকশালদের অঘোষিত রাজধানী হিসেবে পরিচিত পুবর্তী গ্রামে একটি ক্যাম্প স্থাপন করেছে নিরাপত্তা বাহিনী ৷ সেখানে তেরঙা পতাকা উত্তোলন করা হয় । রাজ্যে নতুন সরকার আসার পর অভ্যন্তরীণ এলাকায় নকশালদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে । এর আওতায় কুখ্যাত নকশাল কমান্ডার তথা নকশাল ব্যাটালিয়নের প্রধান হিডমার গ্রামে একটি ক্যাম্প খোলা হয়েছে ৷ এখানে কৌশলগত সদর দফতর তৈরি করা হচ্ছে । যেখান থেকে নকশালদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু ও পরিচালনা করা হবে । গত 48 ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনী সেখানে ক্যাম্প করে রেখেছে এবং এই 48 ঘণ্টার মধ্যে সেনারা সাতবার নকশালদের মুখোমুখি হয়েছে ।

40 বছর পর মোস্ট ওয়ান্টেড নকশাল হিডমার গ্রামে তেরঙা পতাকা উত্তোলন করা হল । অফিসাররা হিডমার বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেন । তাদের মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয় । নকশালদের আস্তানায় ঢুকে নিরাপত্তা বাহিনীর দল আবারও নিজেদের উদ্দেশ্য প্রমাণ করেছে । এবার নকশালদের সঙ্গে সর্বাত্মক লড়াই হবে । এর আগে ছত্তিশগড় পুলিশ বাহিনী পুবর্তী গ্রামে একটি ক্যাম্প স্থাপন করেছিল । নিরাপত্তা বাহিনীর এই পদক্ষেপে খুশি প্রকাশ করেছেন নকশাল বিশেষজ্ঞরা । তাঁদের কথায়, "বামপন্থী উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই পদক্ষেপ নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় প্রাপ্তি । এখানে একটি নিরাপত্তা শিবির স্থাপন নকশালদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে সাহায্য করবে ।"

বস্তারের আইজি সুন্দররাজ পি জানান, শুক্রবার পুবর্তীতে নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্প বসানো হয় । এটি সুকমা এবং বিজাপুর জেলার সীমান্তে অবস্থিত জাগারগুন্ডা থানার সীমার মধ্যে পড়ে । সুকমা জেলা সদর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ঘেরা এই পুবর্তী গ্রামটি নকশালদের হুমকি এবং এর অবস্থানের কারণে উন্নয়নমূলক কাজ এবং মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল । এখানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প খোলা নকশালদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে । বস্তার রেঞ্জ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় আগামী দিনে ইতিবাচক ফলাফল দেখা যাবে । বস্তার অঞ্চলে অন্তত 14টি নতুন নিরাপত্তা শিবির স্থাপন করা হয়েছে ৷ এর মধ্যে বিজাপুরে ছয়টি, সুকমায় সাতটি এবং একটি কাঙ্কের জেলায় স্থাপিত হয়েছে ৷

প্রতিরক্ষা বিশেষজ্ঞ গিরিশকান্ত পান্ডের বক্তব্য,পুবর্তীতে ক্যাম্প স্থাপন বস্তারে অন্যান্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অনুরূপ সুবিধার মতো । তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্দোলনের উপর এটি একটি বড় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে কারণ এই গ্রামটি হিডমার অন্তর্গত । রাজ্য সরকারের নিয়াদ নেলানার স্কিম, যার অধীনে নিরাপত্তা শিবিরের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা গ্রামগুলিকে ক্যাম্পের মাধ্যমে উন্নত করা হবে । যা এই ধরনের উন্নয়নে সাহায্য করবে ৷

2024 সালের 30 জানুয়ারী, পুবর্তী থেকে কয়েক কিলোমিটার দূরে তেকালগুড়েমে একটি ক্যাম্প স্থাপন করেছিল নিরাপত্তা বাহিনী । এরপর নিরাপত্তা কর্মী ও নকশালদের মধ্যে সংঘর্ষ হয় । এই ঘটনায় দুই কোবরা কমান্ডো-সহ তিন সিআরপিএফ জওয়ান শহিদ হন । 14 জন সেনা আহত হয় । সুকমা জেলা দক্ষিণ বস্তারে অবস্থিত। এটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দ্বারা বেষ্টিত । 2010 সালে, নকশালরা এখানকার তাদমেতলা এলাকায় হামলা করেছিল । এতে 76 জন সেনা শহিদ হন ।

কে এই হিডমা ?

মোস্ট ওয়ান্টেড মাওবাদীদের মধ্যে একজন হল হিডমা ৷ তাকে ধরে দিতে পারলে জাতীয় তদন্ত সংস্থা তথা এনআইএ কয়েক লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে ৷ 30 জানুয়ারি নিরাপত্তা বাহিনীর উপর ধারাবাহিক হামলায় জড়িত থাকার অভিযোগে এনআইএর চার্জশিটে হিডমার নাম রয়েছে ৷

আরও পড়ুন :

  1. বস্তারে জওয়ানদের উপর হামলার মাস্টারমাইন্ড হিডমা, কে এই ছায়ামূর্তি ?
  2. বিজাপুরে অতর্কিত মাওবাদী হামলায় শহিদ 3 জওয়ান, আহত 14

ABOUT THE AUTHOR

...view details