ওয়েনাড় (কেরল), 24 জানুয়ারি: বাগানে কফি তুলতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গেল আদিবাসী মহিলার ৷ মৃতের নাম রাধা (45) ৷ তিনি বন বিভাগের এক অস্থায়ী প্রহরীর স্ত্রী ৷ মানানথাবাদির পঞ্চরাকোল্লিতে বাঘের হামলার মুখে পড়ে মৃত্যু হয় রাধার ৷ কফি বাগানের মধ্যেই বাঘটি লুকিয়ে ছিল বলে মনে করা হচ্ছে ৷ আবাসিক এলাকা থেকে দূরে প্রিয়দর্শিনী এস্টেটের উপর বনাঞ্চলে কফির বাগানটি অবস্থিত ৷ রাধা, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য মিন্নু মানির আত্মীয় ৷
থান্ডারবোল্ট বাহিনীর সদস্যরা শুক্রবার সকালে বাগান পরিদর্শনের সময় দেখেন যে মৃতদেহ অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে রয়েছে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন বিভাগ ও স্থানীয় থানার পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷ তফশিলি জাতি ও উপজাতি উন্নয়নমন্ত্রী ও.আর কেলু ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ৷ সরকারি তরফে রাধার পরিবারের জন্য 11 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে ৷
বনমন্ত্রী এ কে সসেন্দ্রন জানান যে, বনের ভিতরে হামলা হয়েছে কিনা এবং প্রয়োজনে বাঘটিকে গুলি করে মারা যেতে পারে কিনা তা তারা বিবেচনা করছেন না । বাঘটিকে গুলি করে বা ফাঁদে ফেলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে ।
মুখ্য বন্যপ্রাণ ওয়ার্ডেন জানান, বাঘটিকে হয় ধরে খাঁচাবন্দি করা হবে না হলে মেরে ফেলা হবে ৷ কেন্দ্রীয় বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) দ্বারা একটি আদেশ জারি করা হবে ৷ প্রয়োজন পড়লে শেষমেশ বাঘটিকে গুলি করা হবে ৷ এলাকায় সতর্কতা বজায় রাখতে হবে ৷ দ্রুত বাহিনী মোতায়েন করা হবে ৷ রাজ্যের অন্য অংশ থেকে বিশেষজ্ঞ শ্যুটার এবং পশু চিকিৎসকদের জরুরিভাবে আনা হচ্ছে ৷ এই ঘটনায় স্থানীয় প্রধান বন সংরক্ষক কে.এস দীপাকে অপারেশনগুলির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বান্দিপুর অঞ্চল থেকে বাঘ এবং হাতি-সহ বন্যপ্রাণীদের ওয়েনাড়ে প্রবেশের সম্ভাবনা বিবেচনা করে কর্ণাটক সীমান্তে অতিরিক্ত টহল চালানো হবে ৷