লাতেহার, 14 জুন:গুজবে কান দিয়ে পালানোর সময় প্রাণ খোয়ালেন 3 জন ট্রেন যাত্রী ৷ শুক্রবার রাতে লাতেহার জেলার কুমান্দিহ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে কমপক্ষে 3 জনের ৷ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সাসারাম-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস কুমান্দিহ স্টেশনে পৌঁছতেই হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ৷ তাতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷
ট্রেনে আগুন লেগেছে বলে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে ৷ যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেন ৷ বহু মানুষ ঘটনাস্থলে পদদলিত হয় এবং মানুষজন চিৎকার করতে থাকে ৷ এমন সময় হঠাৎ উলটো দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন এসে ধাক্কা মারে বহু যাত্রীকে ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে ৷
এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন ৷ ঘটনার খবর পেয়ে বারওয়াডিহ থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন ৷ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় পর্যায়ে কোয়াক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ৷