পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রামোজি রাওয়ের, অন্ধ্রে দু'দিনের রাষ্ট্রীয় শোক - Ramoji Rao Passes Away - RAMOJI RAO PASSES AWAY

Ramoji Rao Demise: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বিনোদন জগতের অন্যতম স্টলওয়ার্ট রামোজি রাওয়ের ৷ পাশাপাশি, অন্ধ্রপ্রদেশে দুদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে ৷

Ramoji Rao Demise
প্রয়াত রামোজি রাও (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 10:34 PM IST

Updated : Jun 9, 2024, 9:21 AM IST

হায়দরাবাদ, 8 জুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে রামোজি গ্রুপের চেয়ারম্যান তথা পদ্মবিভূষণে সম্মানিত প্রয়াত চেরুকুরি রামোজি রাও ৷ তেলেঙ্গানা সরকারের তরফে শনিবার সন্ধ্যাবেলা এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের কারণে নয়াদিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মুখ্যসচিবকে রামোজি রাও'য়ের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন ৷ এরপরেই মুখ্যসচিবের কার্যালয় থেকে রবিবার প্রয়াত বিজনেস টাইকুন শেষকৃত্য তত্ত্বাবধানের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাঙ্গারেড্ডি জেলা কালেক্টর ও সাইবেরাবাদ কমিশনারকে ৷

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার আগামী দু'দিন অর্থাৎ 9 জুন ও 10 জুন মিডিয়া ব্যারন রামোজি রাওকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোকপালনের নির্দেশ দিয়েছে ৷ এই সময়ে কোনওরকম বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না ৷ পাশাপাশি, রাজ্যজুড়ে সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়েছে। আরপি সিসোদিয়া, সাইপ্রসাদ এবং রজত ভার্গব, এই তিন সিনিয়র সরকারি আধিকারিক অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে রামোজি রাওয়ের শেষকৃত্যে যোগ দেবেন বলে জানানো হয়েছে ।

শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও ৷ শনিবার ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় ফিল্ম সিটিতে ৷ রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওকে শেষ দেখা দেখতে তাঁর কার্যালয়ের সামনে ভিড় করেন ফিল্ম সিটি ও সংবাদমাধ্যমের কর্মীরা ৷ এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিনোদন জগতের একাধিক তারকা ৷

এদিন ফিল্ম সিটিতে রামোজি রাওকে শ্রদ্ধা জানাতে আসেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর, নাগার্জুনা ৷ সম্মান জানাতে আসেন পরিচালক এসএস রাজামৌলি ও সঙ্গীত পরিচালক এমএম কিরাবাণী ৷ সোশাল মিডিয়ায় সিনে জগতের পরিচালক থেকে প্রযোজকরাও তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ৷

Last Updated : Jun 9, 2024, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details