হায়দরাবাদ, 8 জুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে রামোজি গ্রুপের চেয়ারম্যান তথা পদ্মবিভূষণে সম্মানিত প্রয়াত চেরুকুরি রামোজি রাও ৷ তেলেঙ্গানা সরকারের তরফে শনিবার সন্ধ্যাবেলা এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের কারণে নয়াদিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মুখ্যসচিবকে রামোজি রাও'য়ের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন ৷ এরপরেই মুখ্যসচিবের কার্যালয় থেকে রবিবার প্রয়াত বিজনেস টাইকুন শেষকৃত্য তত্ত্বাবধানের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাঙ্গারেড্ডি জেলা কালেক্টর ও সাইবেরাবাদ কমিশনারকে ৷
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার আগামী দু'দিন অর্থাৎ 9 জুন ও 10 জুন মিডিয়া ব্যারন রামোজি রাওকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোকপালনের নির্দেশ দিয়েছে ৷ এই সময়ে কোনওরকম বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না ৷ পাশাপাশি, রাজ্যজুড়ে সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়েছে। আরপি সিসোদিয়া, সাইপ্রসাদ এবং রজত ভার্গব, এই তিন সিনিয়র সরকারি আধিকারিক অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে রামোজি রাওয়ের শেষকৃত্যে যোগ দেবেন বলে জানানো হয়েছে ।