পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বামী-স্ত্রী’র অশান্তি, ধারালো অস্ত্র দিয়ে 8 মাসের শিশুকে নৃশংস খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে - Mother Kills Son

Mother Kills Son: একরত্তিকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান স্বামী-স্ত্রী’র অশান্তির জেরেই ওই একরত্তিকে হত্যা করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:39 PM IST

সরগুজা, 27 জানুয়ারি:গোয়ার পর এবারছত্তিশগড় ৷ 8 মাসের শিশুপুত্রকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দেওয়া হয়েছে ৷ শিশুটির দেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায় ৷ শুক্রবার সরগুজা এলাকার লক্ষণপুর থানার কুন্নি চৌকির অন্তর্গত সাকরিয়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান স্বামী- স্ত্রী’র অশান্তির জেরেই ওই একরত্তিকে হত্যা করা হয়েছে ৷

ঘটনার আগে যা ঘটেছিল: ছত্তিশগড়ে 25 জানুয়ারি চের্তা উৎসব পালিত হয়েছিল । সেই সময়েই মৃত শিশুর বাবা পবন চৌহান মদ্যপানে আসক্ত ছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে সেই দিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এমনকি 26 জানুয়ারি রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন পবন ৷ আবারও স্ত্রী ফুল কুমারীর সঙ্গে তার ঝগড়া হয়। তারমধ্য়েই ফুল কুমারী তার 8 মাসের শিশুকে নিয়ে নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয় ৷ এরপরই 26 জানুয়ারি ওই মহিলার ঘর থেকে উদ্ধার করা হয় শিশু ক্ষত-বিক্ষত দেহ ৷ ঘটনার পর থেকে পলাতক মৃত শিশুর মা ৷

মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে পলাতক ওই মহিলার বিরুদ্ধে ৷ পরিবারের সদস্যের দাবি ফুল কুমারি তার সন্তানকে খুন করেছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত মায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে। সত্যিই ওই মহিলা সন্তানকে খুন করেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

কয়েকমাস আগেই উত্তর গোয়ায় চার বছরের শিশু পুত্রকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ওঠে তার মায়ের বিরুদ্ধে ৷ ট্যাক্সি চালকের তৎপরতায় অবশেষে ধরা পড়েন অভিযুক্ত সূচনা শেঠ ৷ বেঙ্গালুরুর এক স্টার্ট আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও ৷ সম্প্রতি জগদলপুরে এক শিশুকন্যাকে গর্তে ফেলে খুনের চেষ্টার অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একরত্তিকে খুনের অভিযুক্ত মা ৷

আরও পড়ুন:

  1. সাক্ষী 12 বছরের ছেলে! কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন মহিলার
  2. অতিরিক্ত মদ খাইয়ে যুবককে খুন, কল রেকর্ড থেকে গ্রেফতার অভিযুক্ত
  3. ক্রাইম থ্রিলার দেখে মা-বাবা ও ভাইকে খুন! দুর্ঘটনার প্লট সাজিয়েও হল না শেষরক্ষা

ABOUT THE AUTHOR

...view details