নয়াদিল্লি, 1 অক্টোবর: আমরণ অনশন শুরু করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর সঙ্গীরা ৷ সোমবার রাতে সাংবিধানিক দাবিদাওয়া নিয়ে তাঁদের 'দিল্লি চলো পদযাত্রা' এসে পৌঁছয় দিল্লি সীমানায় ৷ সেখানে তাঁদের আটক করে দিল্লি পুলিশ ৷ লাদাখের পরিবেশকর্মী সোনমের সঙ্গে প্রায় 120 জন স্থানীয় বাসিন্দা আছেন ৷ তাঁদের সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনায় লেহ-র বহু মানুষ প্রতিবাদে নেমেছে ৷ আর এরইমধ্যে মঙ্গলবার ওয়াংচুকের সঙ্গে দেখা হল না দিল্লির মুখ্যমন্ত্রীরও।
থানাতেই আমরণ অনশন শুরু করলেন সোনম এবং অন্যরা ৷ এদিকে সোনম-সহ লাদাখের অন্য বাসিন্দাদের আটক করার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে ৷ মামলাটি প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চে তালিকাভুক্ত করা হয় ৷ বেঞ্চ মঙ্গলবার মামলাটি শুনতে অস্বীকার করে ৷ বৃহস্পতিবার দুপুরে মামলাটির শুনানি হতে পারে ৷
সোনম ওয়াংচুক-সহ বাকিদের আটকের ঘটনার খবর পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী তাঁদের সঙ্গে দেখা করতে যান ৷ মঙ্গলবার সকালে তিনি বাওয়ানা থানায় গেলে তাঁকে থানার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ আপ সূত্রে জানানো হয়েছে, দুপুর 1টার সময় অতিশী থানায় গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ আধিকারিকরা তাঁকে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে দেননি ৷ বাওয়ানা থানাটি দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থিত ৷