যোধপুর ও নয়াদিল্লি 17 মার্চ: প্রথমে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম। পরে ধরা পড়ার ভয়ে সেই বন্ধুকেই 'খুন'। আরও পরে গ্রেফতারির ভয়ে অন্য দু'জনকে জ্যান্ত পুড়িয়ে নিজেকে মৃত দেখানো। এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৌ সেনার এক প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে। আপাতত দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তদন্তকারীরা বালেশ কুমার নামে ওই ব্যক্তিকে জেরা করে তথ্য জানার কাজ করছেন।
হরিয়ানার এই বাসিন্দা 2004 সালে রাজস্থানের এক ট্রাক দুর্ঘটনায় 2 শ্রমিককে পুড়িয়ে মারেন। পুলিশের দাবি, গোটা বিষয়টি এমনভাবে ঘটানো হয়েছিল যা দেখে সকলেরই মনে হয় এটি নেহাতই দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। এরপর দিল্লি গিয়ে বালেশ নতুন নাম নেন। আমন সিং নামে শুরু করেন এক নতুন জীবন। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অন্য নথিও তৈরি হয়। রমরমিয়ে চলতে থাকে পরিবহণের ব্যবসা।
পিছিয়ে ছিলেন না তাঁর স্ত্রীও। প্রয়াত নৌসেনা আধিকারিকের স্ত্রী হিসেবে যাবতীয় সুযোগ-সুবিধে ভোগ করতে থাকেন তিনি। প্রতি মাসে পেনশনও নিতেন। তদন্তে নেমে পুলিশের দাবি, ওই মহিলা ভালোভাবেই জানতেন তাঁর স্বামী বেঁচে রয়েছেন। আলাদা থাকলেও গত 20 বছরে তাঁরা বহুবার দেখা করেছেন।
2004 সালের মে মাস থেকে সব ভালোভাবেই চলছিল। সমস্যা দেখা গেল 2023 সালের অক্টোবর মাসে। একটি বিশেষ সূত্র থেকে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জানতে পারে কোনও এক ব্যক্তি আমন সিংয়ের ছদ্মবেশে রাজধানীতে থাকছেন। তাঁকে গ্রেফতার করা হয়। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে দু'দশক আগের সেই হাড়হিম করে দেওয়া ঘটনা।