মুম্বই, 15 জুলাই:কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা খোয়া গিয়েছে। এমনই দাবি করলেন জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ । তাঁর দাবি এ নিয়ে কোনও পক্ষই তদন্ত করছে না। সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে ভাবিত নয়। মুকেশ অম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বই এসেছিলেন। এরপর উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে সোমবার তাঁর বাসভবনে যান জ্যোর্তিমঠের শঙ্করাচার্য । সেখানেই সাংবিকদের প্রশ্নের উত্তরে এমন বিস্ফোরক দাবি করেন তিনি ।
তাঁর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন? তার উত্তরে জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বলেন, "দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি হতে পারে না৷ বারো জ্যোর্তিলঙ্গ কোথায় থাকবে তা আগে থেকেই বলা আছে। ঠিকানাও বলে দেওয়া হয়েছে। হিমালয়ে যে কেদারনাথ মন্দির তৈরি হয়েছে সেটা কোনওভাবেই দিল্লিতে হতে পারে ন৷" তাঁর দাবি, বেশ কয়েকটি রাজনৈতিক কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আছে ৷