পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে 21 ঘণ্টার এনকাউন্টারে মৃত 8 মাওবাদী, উদ্ধার বিপুল অস্ত্র - Chhattisgarh Naxal Encounter - CHHATTISGARH NAXAL ENCOUNTER

NAXAL ENCOUNTER: ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াইয়ে আট মাওবাদী নিহত হয়েছে ৷ বৃহস্পতিবার দিনব্যাপী এনকাউন্টারে একাধিক মাওবাদীর মৃত্যুর পাশাপাশি প্রচুর অস্ত্রও উদ্ধার হয়েছে ৷

NAXAL ENCOUNTER
ছত্তিশগড়ে মাওবাদী এনকাউন্টার (প্রতিকী চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 1:07 PM IST

নারায়ণপুর, 24 মে: নকশাল প্রভাবিত নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায় আবুজহমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা 21 ঘণ্টার গুলির লড়াই শেষ ৷ সংঘর্ষে আট মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার যৌথ বাহিনীর উপর আচমকাই গুলি চালায় মাওবাদীরা ৷ পালটা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানরা ৷ সেই গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয় ৷ এরপরই তল্লাশি অভিযানে নামে আধাসামরিক বাহিনীর জওয়ানরা ৷ জানা গিয়েছে, যৌথবাহিনীর এনকাউন্টারে 8 মাওবাদীর মৃত্যুর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ৷

বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এনকাউন্টার শুরু করে যৌথবাহিনী, যা শেষ হয়েছে আজ, শুক্রবার ৷ নিরাপত্তা বাহিনীর দল যখন ঘটনাস্থল থেকে ফিরছিল তখন আরও একবার হামলা চালানো হয় বাহিনীর উপর ৷ জানা গিয়েছে, মাওবাদীরা এসটিএফ দলের উপর আচমকা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় এসটিএফ-এর কর্মীরাও ৷ গুলির সংঘর্ষ শেষ হওয়ার পরে, তল্লাশি অভিযানের সময় ইউনিফর্ম পরা এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। কয়েকজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর ৷ তবে এখনও তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি পুলিশের তরফে।

আরও পড়ুন:ছত্তিশগড় এনকাউন্টার, বিজাপুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে 9 নকশাল নিহত

বৃহস্পতিবার, নারায়ণপুর-বিজাপুর জেলার সীমান্ত এলাকা পাল্লেভায়া হান্দাওয়াড়া এবং ইন্দ্রাবতী এরিয়া কমিটির মাওবাদীদের উপস্থিতির খবর পাওয়া যায়। এর পরে নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বস্তার জেলার ডিআরজির বাহিনীদের সঙ্গে এসটিএফের যৌথ দল অনুসন্ধান অভিযানে বেরয়। সেই সময়ই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। বাহিনীও পালটা বিরতিহীনভাবে সারা দিন-রাত ধরে গুলি চালাতে থাকে ৷ দিনব্যাপী এনকাউন্টার চলাকালীন, বাহিনী সাতটি ইউনিফর্ম পরা মাওবাদীদের দেহ এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে খবর। নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার এবং দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই মাওবাদী এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাও প্রভাবিত নারায়ণপুর জেলার আবুজমাদ এলাকায় নতুন ক্যাম্প খুলেছে যৌবাহিনী। যৌথবাহিনীর লাগাতার অভিযানের জেরে মাওবাদীরা এলাকায় ব্যাকফুটে চলে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই কারণেই মাওবাদীরা ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করার চেষ্টা করছে বলেই মনে করছে পুলিশ। এই বছরের গত 4-5 মাসে বিভিন্ন এনকাউন্টারে 90 জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে।

আরও পড়ুন:খেলতে খেলতে লখনউয়ের 'স্কুলে বোমা আছে' মেল! নাবালক পড়ুয়ারা নির্দোষ; দাবি পুলিশের

ABOUT THE AUTHOR

...view details