ঝালাওয়াড়, 21 এপ্রিল: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 জনের ৷ দ্রুতগতিতে আসা একটি ট্রলি একটি যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা মারে ৷ রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়াড়ে ৷ সূত্রের খবর, মধ্যপ্রদেশ থেকে যাত্রীরা রাজস্থানে নিজের বাড়ি যাচ্ছিলেন ৷ এদিকে পচোলার কাছে একটি বেপরোয়া ট্রলি ওই ভ্যানটি সজোরে ধাক্কা মারে ৷
অকলেরা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, অকলেরার কাছে ডুঙ্গর গ্রামের বাসিন্দারা সবাই শনিবার মধ্যপ্রদেশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ বিয়ে বাড়ি থেকে ফেরার সময় যাত্রীবোঝাই ভ্যানটির দুর্ঘটনার কবলে পড়ে ৷ যাত্রীরা সবাই বাগরী সমাজের ৷ পুলিশ 9জনের দেহ উদ্ধার করেছে ৷ সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদের পরিবারকে এই খবর পাঠানো হয়েছে ৷
এর আগে বুধবার 17 এপ্রিল রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথেই একটি ভয়াবহ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয় ৷ প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে একটি ক্রুজার গাড়ির সংঘর্ষে এই পথ দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর আহত হয় 10 জন ৷ এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মহারাষ্ট্রের সাংলি জেলার জাম্বুলওয়াড়ি এলাকায় বিজাপুর-গুহাগড় হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে । ক্রুজারটি পিছন থেকে প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশটি ভেঙে যায় । দুর্ঘটনার পর ক্রুজার গাড়িতে আগুন ধরে যায় । গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷
ঈদের দিন, 11 এপ্রিল সাতসকালে এক পথ দুর্ঘটনায় 7 স্কুল পড়ুয়ার মৃত্যু হয় ৷ হরিয়ানায় স্কুলবাস উলটে যায় ৷ আহত হয় বহু স্কুল পড়ুয়া । মহেন্দ্রগড় বাস দুর্ঘটনার বিষয়ে হরিয়ানার শিক্ষা প্রতিমন্ত্রী সীমা ত্রিখা বলেন, "অপরাধীদের রেহাই দেওয়া হবে না । সাতটি ঘরের বাতি নিভে গিয়েছে । এটা খুবই দুঃখজনক ঘটনা । দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে ।"
আরও পড়ুন:
- ট্রাক্টরের ধাক্কায় নাবালকের মৃত্যু ঘিরে তপ্ত ফাঁসিদেওয়া, বিক্ষোভ গ্রামবাসীদের
- গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু হাসপাতালে, বেঙ্গল কেমিক্যালে ফের উত্তেজনা
- পথ দুর্ঘটনায় প্রাণ গেল পঙ্কজের জামাইবাবুুর, আশঙ্কাজনক বোন