পশ্চিমবঙ্গ

west bengal

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা! মৃত 9 - Road accident in Rajasthan

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 7:56 AM IST

Updated : Apr 21, 2024, 8:12 AM IST

Road accident in Jhalawar: বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই ভ্যান ৷

ETV Bharat
রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনা

ঝালাওয়াড়, 21 এপ্রিল: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 9 জনের ৷ দ্রুতগতিতে আসা একটি ট্রলি একটি যাত্রীবোঝাই ভ্যানে ধাক্কা মারে ৷ রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়াড়ে ৷ সূত্রের খবর, মধ্যপ্রদেশ থেকে যাত্রীরা রাজস্থানে নিজের বাড়ি যাচ্ছিলেন ৷ এদিকে পচোলার কাছে একটি বেপরোয়া ট্রলি ওই ভ্যানটি সজোরে ধাক্কা মারে ৷

অকলেরা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, অকলেরার কাছে ডুঙ্গর গ্রামের বাসিন্দারা সবাই শনিবার মধ্যপ্রদেশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ বিয়ে বাড়ি থেকে ফেরার সময় যাত্রীবোঝাই ভ্যানটির দুর্ঘটনার কবলে পড়ে ৷ যাত্রীরা সবাই বাগরী সমাজের ৷ পুলিশ 9জনের দেহ উদ্ধার করেছে ৷ সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদের পরিবারকে এই খবর পাঠানো হয়েছে ৷

এর আগে বুধবার 17 এপ্রিল রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথেই একটি ভয়াবহ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয় ৷ প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে একটি ক্রুজার গাড়ির সংঘর্ষে এই পথ দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর আহত হয় 10 জন ৷ এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ মহারাষ্ট্রের সাংলি জেলার জাম্বুলওয়াড়ি এলাকায় বিজাপুর-গুহাগড় হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে । ক্রুজারটি পিছন থেকে প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশটি ভেঙে যায় । দুর্ঘটনার পর ক্রুজার গাড়িতে আগুন ধরে যায় । গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷

ঈদের দিন, 11 এপ্রিল সাতসকালে এক পথ দুর্ঘটনায় 7 স্কুল পড়ুয়ার মৃত্যু হয় ৷ হরিয়ানায় স্কুলবাস উলটে যায় ৷ আহত হয় বহু স্কুল পড়ুয়া । মহেন্দ্রগড় বাস দুর্ঘটনার বিষয়ে হরিয়ানার শিক্ষা প্রতিমন্ত্রী সীমা ত্রিখা বলেন, "অপরাধীদের রেহাই দেওয়া হবে না । সাতটি ঘরের বাতি নিভে গিয়েছে । এটা খুবই দুঃখজনক ঘটনা । দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন:

  1. ট্রাক্টরের ধাক্কায় নাবালকের মৃত্যু ঘিরে তপ্ত ফাঁসিদেওয়া, বিক্ষোভ গ্রামবাসীদের
  2. গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু হাসপাতালে, বেঙ্গল কেমিক্যালে ফের উত্তেজনা
  3. পথ দুর্ঘটনায় প্রাণ গেল পঙ্কজের জামাইবাবুুর, আশঙ্কাজনক বোন
Last Updated : Apr 21, 2024, 8:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details