সূর্যপেট (তেলেঙ্গানা), 25 এপ্রিল:তেলেঙ্গানার সূর্যপেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ কোদাদা শহরের অন্তর্গত শ্রীরাঙ্গাপুরমের কাছে অবস্থিত জাতীয় সড়কে ভয়ংকর ওই পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 6 জনের ৷ তার মধ্যে একজন শিশুও রয়েছে ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে একটি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন 8 জন। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। আহত দু'জনকে তড়িঘড়ি স্থানীয় ও পুলিশের তৎপরতায় কোদাদা সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই গাড়িটি এদিন হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়া যাচ্ছিল ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে তেলেঙ্গানার খাম্মাম জেলার বোনাকাল্লু এলাকার নাগামনির সঙ্গে কোদাদা মণ্ডলের চিমিরিয়াসের জল্লা শ্রীকান্তের বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তান লাস্য ও লাবণ্য। শ্রীকান্তের বাবা-মা মারা যান যখন তিনি ছোট ছিলেন এবং তিনি তার শ্বশুরবাড়িতে থাকেন ও চাকরিসূত্রে তাঁকে হায়দরাবাদে থাকতে হয় ৷ শ্রীকান্ত মানিকোন্ডায় থেকে গাড়ি চালক হিসেবে কাজ করেন। শ্রীকান্ত দম্পতি, শাশুড়ি, তাঁদের মেয়ে, জামাই এবং তাঁদের ছেলে-মেয়েরা একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে রওনা হয়। এসময় শ্রীকান্তের দ্রুতগামী গাড়িটি রাস্তায় দাঁড়ানো লরিকে ধাক্কা দেয়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি রাহুল হেগড়ে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যান এবং তাদের অবস্থার খোঁজ নেন। কোদাদা ডিএসপি শ্রীধর রেড্ডি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়ক মেরামতির জন্য রাস্তার ধারে একটা লরি দাঁড় করানো ছিল ৷ সেই লরিটিকেই এসে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িটি ৷ তাতেই বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷
আরও পড়ুন:
- বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পরপর লরির সংঘর্ষ, আটকে গেলেন খালাসি
- বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা! মৃত 9
- পথ দুর্ঘটনায় প্রাণ গেল পঙ্কজের জামাইবাবুুর, আশঙ্কাজনক বোন