মেরঠ, 15 সেপ্টেম্বর: শনিবার সন্ধ্যায় মেরঠের জাকির কলোনিতে একটি তিনতলা বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একই পরিবারের 11 জন-সহ মোট 15 জন। পুলিশ, দমকল, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় 8 জনের মৃত্যুর খবর মিলেছে ।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও ৪ জন। এসডিআরএফ এবং এনডিআরএফ দল তাদের উদ্ধারের কাজ চালাচ্ছে । ঘটনাস্থলে 15 ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে । উদ্ধারের কাজে স্নিফার ডগের সাহায্যও নেওয়া হচ্ছে । জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত 8 জনের মধ্যে দেড় বছরের একটি মেয়েও রয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল স্নিফার ডগ নিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতেও উদ্ধার অভিযান চলে ।