পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে আগ্নেয়াস্ত্র-সহ প্রবেশ যুবকের, বরখাস্ত তিন নিরাপত্তাকর্মী

Security Lapse of CM Vishnudeo Sai: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে রায়পুরের মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে তল্লাশির সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে নিরাপত্তার এই ত্রুটির ঘটনায় ব্যবস্থা নিয়ে তিন নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করা হয়েছে।

Vishnudeo Sai
Vishnudeo Sai

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 3:36 PM IST

Updated : Feb 28, 2024, 3:45 PM IST

রায়পুর, 28 ফেব্রুয়ারি: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের নিরাপত্তায় গাফিলতি ৷ বুধবার তাঁর বাসভবনে আগ্নেয়াস্ত্র-সহ প্রবেশ করেন এক ব্যক্তি ৷ তাঁর ঘরে প্রবেশের আগের মুহূর্তে ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷ এই ঘটনায় তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক প্রফুল্ল ঠাকুর জানান, এক ব্যক্তি বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাই ছিল তাঁর উদ্দেশ্য ৷ মুখ্যমন্ত্রীর ঘরে প্রবেশের আগে তাঁকে তল্লাশি করেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ৷ সেই সময়ই দেখা যায় ওই ব্যক্তির কাছে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে ৷

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে ওই ব্যক্তি ভিআইপি লেখা গাড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছিলেন ৷ তার পর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷ এই ঘটনার জেরে অনেক প্রশ্ন উঠেছে ৷ কেন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে এসেছিলেন ? ওই আগ্নেয়াস্ত্রের কি লাইসেন্স রয়েছে ? তা যদি থাকে, সেটা ওই ব্যক্তির নামে রয়েছে ? তাঁকে কেউ মুখ্যমন্ত্রীকে আক্রমণের জন্য পাঠিয়েছিলেন ?

এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ ওই ব্যক্তির পরিচয়ও ছত্তিশগড় পুলিশ সামনে আনেনি ৷ পুলিশের তরফে শুধু জানানো হয়েছে যে ওই ব্যক্তি যশপুরের বাসিন্দা ৷ সূত্রের খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে ৷

এদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ প্রাথমিক যাঁরা সেখানে আসা দর্শনার্থীদের তল্লাশি করেন, তাঁদের তরফে গাফিলতি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনজন বরখাস্ত করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে বরখাস্ত হওয়া কর্মীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে ৷

আরও পড়ুন:

  1. হিমাচলে সংকটে কংগ্রেস, মুখ্যমন্ত্রী পদে কে হবেন সুখুর উত্তরসূরি
  2. মোদির রোড শো-এ উড়ে এল মোবাইল!
  3. ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস! একমাত্র সাংসদ গীতা কোডা যোগ দিলেন বিজেপিতে
Last Updated : Feb 28, 2024, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details