নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: রাজধানীতে আসন ভাগাভাগি করেই লড়বে আম আদমি পার্টি এবং কংগ্রেস। শনিবার দুই দলের নেতৃত্ব দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যৌথভাবে আসন ভাগাভাগি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে পারেন বলে খবর। দিল্লি, গুজরাত, হরিয়ানা, চণ্ডীগড় এবং গোয়াতেও আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট মেনেই আসন ভাগাভাগি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে খবর। কংগ্রেস কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আম আদমি পার্টি প্রতিটি রাজ্যে কতগুলি আসনে লড়বে, তা নিয়ে দু'দলের মধ্যে একটি চুক্তি হয়েছে বলেও জানা গিয়েছে।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আম আদমি পার্টির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক, দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং অতীশি উপস্থিত থাকবেন বলে খবর। এর আগে শুক্রবার তিন নেতাই জানিয়েছিলেন, আসন ভাগাভাগি নিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এই সময় কংগ্রেসের জোটের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান মুকুল ওয়াসনিক, দিল্লি রাজ্য সভাপতি অরবিন্দর সিং লাভলি এবং দলের দিল্লি-হরিয়ানা ইনচার্জ দীপক বাবরিয়াও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টি দিল্লিতে জোটের অধীনে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা মূল আলোচনার বিষয়। সম্প্রতি আম আদমি পার্টির জেনারেল সেক্রেটারি এবং সাংসদ সন্দীপ পাঠক জানিয়েছিলেন, গত লোকসভা, বিধানসভা এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে কংগ্রেসের জয় অনুসারে একটি আসনও হয়নি, কারণ কংগ্রেস পার্টির পারফরম্যান্স খুব খারাপ ছিল ৷ এমন পরিস্থিতিতে আম আদমি পার্টি ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে জোটের কথা মাথায় রেখে কংগ্রেসকে একটি আসনে লড়তে দেওয়া হবে।