আজমের, 18 মার্চ: আজমেরের আগে মাদার স্টেশনের কাছে রবিবার মাঝরাতে ঘটে বড় ট্রেন দুর্ঘটনা ৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পিছন থেকে ধাক্কা দ্রুত গতিতে আসা সবরমতী এক্সপ্রেসের ৷ ঘটনায় এক্সপ্রেসের ইঞ্জিন এবং 4টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলে আধিকারিক-সহ উদ্ধারকারী দল ৷ আজমের রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক ৷
রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, ট্রেন নম্বর 12548 সবরমতি আগ্রা ক্যান্ট ট্রেন লাইনচ্যুত হয়েছে। রাত 1টা 04 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে রেল দফতরে। সেই সঙ্গে ট্রেনে যাতায়াতকারী রেল যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ দেখা দেয়। যদিও ঘটনায় কারোর প্রাণহানি হয়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে সবরমতী এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের ট্র্যাকে ঢুকে পড়ে, এখনও তা জানা যায়নি ৷
দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। এদিকে দুর্ঘটনাস্থলে ত্রাণবাহী গাড়িও পৌঁছেছে। ট্র্যাক সংস্কারের কাজ শুরু হয়েছে। রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত হয়নি এমন বগিগুলিকে সরিয়ে ফেলার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে ৷ রেল আধিকারিকদের তরফে আরও জানানো হয়েছে, লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে 8 ঘণ্টার বেশি সময় লাগবে ৷ ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণে পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে, সবরমতী এক্সপ্রেস ট্রেনের সকল যাত্রীদের অন্য ট্রেনে আজমের স্টেশন পৌঁছে দেওয়া হয়েছে ৷
কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে