হায়দরাবাদ, 8 জুন:প্রয়াত হলেন রামোজি রাও, বয়স হয়েছিল 87 বছর ৷ ঘটল সোনালি যুগের অবসান ৷ গত 5 তারিখ থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও'কে ভর্তি করা হয় হায়দরাবাদের একটি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর ৷ এরপর শনিবার ভোর 4টে 50 মিনিট নাগাদ মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজক তথা দেশের প্রথম সারির উদ্যোগপতি রামোজি রাওয়ের মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি থেকে শুরু করে আরও অনেকে ৷
হাসপাতালে ভর্তির বেশ কয়েকদিন আগে থেকেই একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। রাষ্ট্রপতির এক্স হ্য়ান্ডেল থেকে পোস্ট করা হয়, "রামোজি রাও-এর প্রয়াণে ভারত মিডিয়া ও বিনোদন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছে। একজন উদ্ভাবনী উদ্যোক্তা, তিনি ইনাডু সংবাদপত্র, ইটিভি নিউজ নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটি-সহ বেশ কয়েকটি উদ্যোগের পথপ্রদর্শক। পদ্মবিভূষণেও তিনি সম্মানিত হয়েছেন ৷ তাঁর অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।" একই সঙ্গে, নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "শ্রী রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক খবর। তিনি ছিলেন একজন দূরদর্শীসম্পন্ন ব্যক্তিত্ব, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে একটি চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছে।"
নরেন্দ্র মোদির আরও সংযোজন, "তাঁর উল্লেখযোগ্য প্রচেষ্টার মাধ্যমে, তিনি মিডিয়া এবং বিনোদন জগতে উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের জন্য উৎকর্ষের নতুন মাপাকাঠি স্থির করে দেন ৷ রামোজি রাও দেশের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। আমি ভাগ্যবান যে তাঁর সঙ্গে যোগাযোগ করার এবং তাঁর থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি।"
- রামোজি রাওয়ের জীবনাবসান! ফিল্ম সিটিতে শেষ শ্রদ্ধাজ্ঞাপন; দেখুন সরাসরি...
অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রামোজি রাওয়ের মৃত্যুতে শোকবার্তা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মিডিয়া অগ্রণী রামোজি রাও-এর মৃত্যুতে শোকাহত। ইনাডু গ্রুপ, ইটিভি নেটওয়ার্ক এবং একটি বৃহৎ ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা-প্রধান, তিনি বিশেষভাবে তেলুগু এবং সমগ্র আঞ্চলিক-সাংস্কৃতিক যোগাযোগ জগতের একজন পথপ্রদর্শক ছিলেন। আমি তাঁকে ভালো করেই চিনতাম, এবং তাঁর সম্পর্কে আমার ব্যক্তিগত স্মৃতি রয়েছে ৷ তিনি একবার আমাকে তাঁর স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমি তাঁর সঙ্গে দেখা করি ৷ সঙ্গে ছিলেন সে রাজ্যের আরও এক নেতা ৷ আমার এখনও সেই দিনটির কথা খুব ভালোভাবে মনে রয়েছে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি এদিন এক্সে লিখেছেন, 'পদ্মবিভূষণ, ভারতীয় মিডিয়া জগতের অগ্রগামী ব্যক্তিত্ব শ্রী রামোজি রাও গারুর মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা। সাংবাদিকতা, সিনেমা এবং বিনোদন জগতে তাঁর অবদান এক অভাবনীয় প্রভাব ফেলেছে ৷ আমি এই সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের সঙ্গে রয়েছি।'