পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জমির বদলে চাকরি মামলায় রাবড়ী দেবী-মিসা ভারতীকে হাজিরার নোটিশ পিএমএলএ কোর্টের - জমির বদলে চাকরি মামলা

Land for Jobs Scam: রেলমন্ত্রী থাকাকালীন জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ৷ এই অভিযোগে নাম জড়িয়েছে তাঁর পরিবারের সদস্য়দের ৷ সেই নিয়ে সিবিআই তদন্তে করে চার্জশিট জমা দিয়েছে ৷ তদন্ত করছে ইডিও ৷ নয়াদিল্লির পিএমএল আদালতে এই নিয়ে মামলাও দায়ের করেছে ইডি ৷ সেই মামলায় লালুর স্ত্রী ও দুই কন্যা-সহ পাঁচজনকে নোটিশ দিল আদালত ৷

Rabri Devi
Rabri Devi

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 1:49 PM IST

নয়াদিল্লি, 30 জানুয়ারি: জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় এবার আদালতে হাজিরা দিতে হবে লালু প্রসাদ যাদবের স্ত্রী ও দুুই কন্যাকে ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে ৷ আরজেডি সুপ্রিমোর স্ত্রী রাবড়ী দেবী এবং তাঁর মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকে আগামী 9 ফেব্রুয়ারি পিএমএলএ কোর্টে (আর্থিক তছরুপ আটকানো সংক্রান্ত মামলা যে আদালতে চলে) হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে ৷

একই নোটিশ দেওয়া হয়েছে অমিত কাত্যাল ও হৃদয়ানন্দ চোধুরি নামে আরও দু’জনকে ৷ অমিত কাত্যাল ব্যবসায়ী ৷ তাঁর সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যদের সুসম্পর্ক রয়েছে বলে জানা যায় ৷ আর হৃদয়ানন্দ চৌধুরী হলেন রাবড়ি দেবীর গোশালার একজন প্রাক্তন কর্মচারী ৷

অমিত কাত্যাল, রাবড়ি দেবী, মিসা ভারতী, হেমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী এবং দু’টি কোম্পানি - একে ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড ও এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-র গত 1 জানুয়ারি ইডি-র তরফে নয়াদিল্লির পিএমএলএ কোর্টে একটি প্রসিকিউশন অভিযোগ দায়ের করা হয় ৷

সেখানে ইডি দাবি করে, লালুর স্ত্রী রাবড়ি দেবী, মেয়ে মিসা ভারতী, হেমা যাদবের নামে নামমাত্র অর্থে জমি পেয়েছিলেন ৷ ওই জমি তাঁরা পেয়েছিলেন সেই ব্যক্তিদের কাছ থেকে, যাঁরা রেলের গ্রুপ ডি পদে নিয়োগ পান ৷ প্রসিকিউশন অভিযোগে নাম থাকা আরেক অভিযুক্ত হৃদয়ানন্দ চৌধুরী একজন প্রার্থীর কাছ থেকে নামমাত্র অর্থে একটি সম্পত্তি কিনেছিলেন ৷ পরে তিনি তা হেমা যাদবের কাছে স্থানান্তর করে দেন ।

অন্যদিকে যে দু’টি কোম্পানির নাম ইডির অভিযোগে রয়েছে, সেগুলি আসলে শেল কোম্পানি ৷ জমির অর্থ স্থানান্তরের জন্য এই কোম্পানি দু’টিকে ব্যবহার করা হয় ৷ অভিযোগ, তাদের দিয়ে জমি কেনা হয় ৷ তার পর তা লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যদের নামে স্থানান্তর করা হয় ৷

লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের জন্য এই সংস্থাগুলি পরিচালনা করতেন অমিত কাত্যাল । এর আগে ইডি 2023 সালের 10 মার্চ যে তল্লাশি অভিযান চালিয়েছিল, সেখানে প্রায় 1 কোটি টাকা নগদ ও প্রায় 1.25 কোটি টাকার মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করে ৷ গত বছরের 29 জুলাই ইডি অস্থায়ীভাবে 6.02 কোটি টাকার স্থাবর সম্পত্তিও হেফাজতে নেয় ৷ অর্থপাচারের অভিযোগে গত 11 নভেম্বর অমিত কাত্যালকে গ্রেফতার করা হয় ৷ তিনি এখন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । এই নিয়ে আরও তদন্ত চলছে ।

উল্লেখ্য, 2004 থেকে 2009 সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব ৷ সেই সময় তিনি জমির বদলে অনেককে রেলে চাকরি দেন বলে অভিযোগ ৷ পরে একটি এফআইআর-এর ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করে ৷ প্রার্থীদের এফআইআর অনুসারে, ভারতীয় রেলে চাকরির বিনিময়ে ঘুষ হিসাবে জমি হস্তান্তর করতে বলা হয়েছিল । এই মামলায় চার্জশিটও দাখিল করেছে সিবিআই ।

আরও পড়ুন:

  1. চাকরির বদলে জমি মামলায় ইডি অফিসে হাজিরা লালুর, মঙ্গলবার তলব তেজস্বীকে
  2. দুর্নীতি মামলায় লালুর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
  3. চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় লালু-রাবড়িদের জামিন

ABOUT THE AUTHOR

...view details