বারাণসী, 1 ফেব্রুয়ারি: বারাণসী আদালতের নির্দেশের পরই জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ভিতরে পূজার্চনার প্রক্রিয়া শুরু হয়ে গেল ৷ এর আগে বুধবারই বারাণসী আদালত হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছিল ৷ জেলা প্রশাসন বৃহস্পতিবার উপাসনা করার বিষয়টি নিশ্চিত করেছে ৷ মসজিদের 'ব্যাস কা তহখানা' (বেসমেন্ট)-এর ব্যারিকেডগুলিও খুলে দেওয়া হয় ৷ আর এদিন ভোর থেকেই পুজো শুরু হয় সেখানে ৷
যদিও মুসলিম পক্ষের তরফে জানানো হয়েছে, বারাণসী আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা এলাহাবাদ হাইকোর্টে যাচ্ছে। মুসলিম পক্ষের আইনজীবী আখলাক আহমেদ বলেন,"আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে যাব। আদেশটি 2022 সালের অ্যাডভোকেট কমিশনার রিপোর্ট, এএসআই-এর রিপোর্ট এবং 1937 সালের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, যা আমাদের পক্ষে ছিল। 1993 সালের আগে যে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছিল তার কোনও প্রমাণ হিন্দু পক্ষ দেয়নি। এই জায়গায় এমন কোনও মূর্তিও নেই।" এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন অ্যাডভোকেট মেরাজউদ্দিন সিদ্দিকী।
তিনি বলেন, "আমরা এই ধরনের কোনও আদেশ গ্রহণ করব না। আমরা আইনি লড়াই লড়ব। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই এসব হচ্ছে। বাবরি মসজিদ মামলায় যা হয়েছিল সেই একই পন্থা অবলম্বন করা হচ্ছে,। কমিশনারের রিপোর্ট এবং এএসআই-এর রিপোর্ট আগে বলেছিল ভিতরে কিছুই ছিল না। আমরা এই সিদ্ধান্তে খুবই অসন্তুষ্ট ৷" মেরাজউদ্দিন সিদ্দিকী আরও বলেন, "1993 সালের আগে নামাজ অনুষ্ঠিত হয়েছে এমন কোনও প্রমাণ নেই।"