পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওয়াকফ-প্রতিবাদ ! জেপিসি থেকে সাসপেন্ড কল্যাণ-সহ 10 বিরোধী সাংসদ - WAQF AMENDMENT BILL

শুক্রবার যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু হতেই তুমুল বিতর্ক শুরু হয় ৷ বিরোধীদের অভিযোগ বিজেপি সরকারের নির্দেশে কাজ করছেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ৷

WAQF AMENDMENT BILL
সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ 10 জন বিরোধী সাংসদ (ইটিভি ভারত)

By PTI

Published : Jan 24, 2025, 3:15 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি:যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শাসক-বিরোধী তরজা ৷ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ 10 বিরোধী সাংসদকে একদিনের জন্য বরখাস্ত করা হল ৷ তালিকায় রয়েছেন, তৃণমূলেরই নাদিমউল হক, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, ইমরান মাসুদ এবং সৈয়দ নাসির হোসেন, ডিএমকে সাংসদ এ রাজা ও মহম্মদ আবদুল্লাহ, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি, সপা'র সাংসদ মহিবুল্লাহ এবং শিবসেনা(উদ্ধব ঠাকরে) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ৷ এর আগে এই কমিটিরই একটি বৈঠকে বঙ্গ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তরজার জেরে কাচের গ্লাস ভেঙে জখম হন কল্যাণ। সেবারও তাঁকে কমিটি থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল ৷

শুক্রবার যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু হতেই তুমুল বিতর্ক শুরু হয় ৷ বিরোধীদের অভিযোগ বিজেপি সরকারের নির্দেশে কাজ করছেন কমিটির চেয়ারম্যান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদম্বিকা পাল ৷ এই নিয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ এরপরই বিরোধী সাংসদদের সাসপেন্ড হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে ।

কী বললেন জেপিসি চেয়ারম্যান ও সাংসদরা ? (এএনআই ভিডিয়ো)

জেপিসি-এর শেষ বৈঠক হয় কয়েকদিন আগে ৷ তারপর কমিটির তরফে দেওয়া নোটিসে জানান হয়, 24 ও 25 জানুয়ারি ওয়াকফ বিল নিয়ে বৈঠক করা হবে ৷ শুক্রবার পূর্ব নির্ধারিত অনুযায়ী, বৈঠক শুরু হয় ৷ তার আগে এই বিল নিয়ে জম্মু-কাশ্মীরের একটি ধর্মীয় সংগঠনের প্রধান এমআর ফারুকের নেতৃত্বে একটি দল তাদের মতামত পেশ করে ৷ এরপর শুরু হয় বৈঠক ৷

বৈঠকের শুরু থেকেই শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে বিতর্ক শুরু হয় ৷ বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃত বৈঠকের আলোচনাসূচি পরিবর্তন করেছেন চেয়ারম্যান ৷ কেন্দ্রের নির্দেশমতো বৈঠক পরিচালানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ এরপরই দু'পক্ষের মধ্য়ে বিতর্ক শুরু হয় ৷ অন্যদিকে, কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের অভিযোগ, তাঁর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী, বৈঠক দু'বার মুলতুবি করা হলেও কোনও লাভ হয়নি ৷ এরপর কল্যাণ-সহ 10 বিরোধী সাংসদকে বহিস্কার পক্ষে প্রস্তাব দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তাঁর সেই প্রস্তাবে সিলমোহর দেয় কমিটি ৷

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "জানুয়ারি মাসের 19, 20 এবং 21 তারিখে আমাদের স্টাডি ভিসিট ছিল টনা কলকাতা এবং লখনউয়ে। এরপর কমিটির তরফে পরবর্তী বৈঠকের দিন ঘোষণা করা হয় ৷ বলা হয়, বৈঠক হবে 24 এবং 25 তারিখ বিরোধীদের তরফে এর প্রতিবাদ জানান হয় ৷ এমনকী, বৈঠকের দিন পিছিয়ে 30 ও 31 জানুয়ারি করার জন্য কমিটির চেয়ারম্যানকে একটি চিঠিও লেখেন ডিএমকে সাংসদ এ রাজা ৷ কিন্তু চেয়াপরম্যান আমাদের আবেদন শোনেনি ৷"

তৃণমূল সাংসদের আরও অভিযোগ, দিন না বদলানোয় আমরা রাজি হই । ঠিক ছিল এই দু'দিন ওয়াকফ বিলের ক্লজ ধরে ধরে চর্চা হবে। বৃহস্পতিবার গভীর রাতে বৈঠকের আলোচনাসূচি পরিবর্তন করা হয় ৷ শুধু তাই নয়, শনিবারের বৈঠক বাতিল করে সোমবার করা হয়। আমরা তাঁর প্রতিবাদ করি বৈঠকে । কমিটির চেয়ারম্যান বিরোধী সাংসদদের সঙ্গে গৃহ পরিচারকের মতো ব্যবহার করেন ৷ তিনি আমাদের কোনও কথা শুনতে রাজি হন না। তাঁকে কেউ ফোন করে নির্দেশ দেন । আর তিনি সেভাবেই পরিচালিত হন। এখন যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে স্পিকারের কথারও কোনও গুরুত্ব নেই । দেশ চলছে অমিত শাহের কথায়। নরেন্দ্র মোদি গণতন্ত্র শেষ করে দিয়েছেন। এখন সংসদ বা সংসদীয় কমিটি কোনও কিছুর কোনও দাম নেই।"

পড়ুন:করমুক্ত হবে 10 লাখ টাকা পর্যন্ত আয়? বাজেট থেকে যে প্রত্যাশাগুলি রয়েছে

ABOUT THE AUTHOR

...view details