নয়াদিল্লি, 15 এপ্রিল:চলতি লোকসভা নির্বাচনে বিরোধীদের পরিসরকে কমিয়ে দেওয়া হচ্ছে ৷ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মুখে এই অভিযোগ বারবার শোনা যাচ্ছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তাঁর বক্তব্য, ‘‘ইডি, সিবিআই কিংবা নির্বাচন কমিশন ৷ কোনও আইনই তাঁর সরকার তৈরি করেনি ৷ বরং নির্বাচন কমিশনে আমরা উন্নতি করেছি ৷ এখন নির্বাচন কমিশন তৈরিতে বিরোধীদেরও ভূমিকা থাকে ৷ আগে প্রধানমন্ত্রীর একটা সইয়ে নির্বাচন কমিশন তৈরি হয়ে যেত ৷’’ এই নিয়ে প্রধানমন্ত্রী নাম না করে গান্ধি পরিবারের সমালোচনা করেছেন ৷ তাঁর অভিযোগ, কোনও একটি পরিবারের কাছের লোকেরা পদ পেত ৷ পরে সেই সব লোকেরা ভোটে লড়ে মন্ত্রী হতেন ৷ কিংবা রাজ্যসভার সাংসদ পদ পেতেন ৷
প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীরা হেরে যাবে বলে এখনই বুঝতে পারছে ৷ তাই এখন থেকেই বিরোধীরা এই সব অভিযোগ তুলছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী এ দিন ‘এক দেশ এক ভোট’ নিয়েও সওয়াল করেছেন ৷ তাঁর বক্তব্য, সারা দেশে এক সঙ্গে ভোট করা বিজেপির অঙ্গীকার ৷