কুয়েত সিটি, 21 ডিসেম্বর:দু’দিনের সফরে কুয়েতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে মোদি কুয়েত সফর করছেন । শনিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন ভারতের প্রশাসনিক প্রধান ৷ কুয়েতে 26তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি । 1981 সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি । গত 43 বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর ।
কুয়েতের সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা ছাড়াও সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি ৷ কুয়েতে বসবাসকারী বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ ভারতীয়রা কুয়েতের মোট জনসংখ্যার 21 শতাংশ (1 মিলিয়ন) এবং দেশের কর্মশক্তির 30 শতাংশ (প্রায় 9 লাখ)। কুয়েতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় কর্মীরা সেদেশের বেসরকারি সেক্টরের পাশাপাশি গার্হস্থ্য খাতের কর্মশক্তির তালিকায় শীর্ষে রয়েছে ।
কুয়েতে জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা ৷ 101 বছর বয়সি প্রাক্তন আইএফএস অফিসারের সঙ্গেও কথা বলেছেন মোদি ৷ সবার সঙ্গে অনুষ্ঠানও উপভোগ করেছেন ৷ প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা ৷