পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাশিয়ায় আরও দু'টি নতুন কনস্যুলেট, মস্কোয় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির - India Russia Bilateral Relation

Indian Consulates In Russia: রাশিয়া ও ভারতের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়ার দু'টি শহরে নতুন দু'টি কনস্যুলেট খোলার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি ৷

PM Narendra Modi in Moscow
রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 8:51 PM IST

মস্কো, 9 জুলাই: দু'টি নতুন কনস্যুলেট খোলা হবে রাশিয়ায় ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার রাশিয়া সফরে গিয়েছেন তিনি ৷ এর মধ্যেই ভারত-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের বিস্তার ঘটাতে রাশিয়ার কাজান এবং ইয়েকাতেরিনবুর্গে দু'টি কনস্যুলেট খোলার ঘোষণা হল।

রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি ঘোষণা করেন ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে দু'টি কনস্যুলেটের সূচনা করছে ভারত সরকার ৷ বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোয় ভারতের একটি দূতাবাস আছে ৷ এছাড়া সেন্ট পিটার্সবার্গ এবং ভ্লাদিভস্তকেও একটি করে কনস্যুলেটও আছে ৷

এমতাবস্থায় কাজান ও ইয়েকাতেরিনবুর্গে আরও দু'টি কনস্যুলেট খোলা হলে, তাতে নাগরিকদের সুবিধে হবে বলে মনে করছে ভারত সরকার ৷ এভাবে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, নতুন কনস্যুলেটগুলি দু'টি রাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়গুলিকে আরও সহজ, শক্তিশালী করবে ৷ 8 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের সফরে রাশিয়া গিয়েছেন ৷ এরপর তিনি অস্ট্রিয়া যাবেন ৷ 2021 সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করার পর থেকে এটাই প্রধানমন্ত্রী মোদির প্রথম রাশিয়া সফর ৷

রাশিয়ায় ভারতীয় কনস্যুলেট সেখানে বসবাসকারী ভারতীয়দের নানাভাবে সাহায্য করে থাকে ৷ জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকরা কনস্যুলেটের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকেন ৷ এছাড়া দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কনস্যুলেটের ৷ এদিন মস্কোয় ভারতীয়দের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারতে সবসময়ের বন্ধু রাশিয়া ৷" তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details