নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঘোষণা করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং ও পিভি নরসিমা রাও এবং ডক্টর এমএস স্বামীনাথনকে এই সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কৃষি, কৃষকদের কল্যাণ, জাতি গঠন এবং অর্থনৈতিক সংস্কারে তাঁদের অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের ভারতরত্ন দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ।
আজ একের পর এক টুইটে তিন ভারতরত্নের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "এটা আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হচ্ছে । এই সম্মান দেশের জন্য তাঁর অতুলনীয় অবদানের কারণে উৎসর্গ করা হয়েছে । তিনি তাঁর পুরো জীবন উৎসর্গ করেছিলেন কৃষকদের অধিকার ও কল্যাণের জন্য । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি একজন বিধায়ক হিসেবেও তিনি সর্বদা দেশ গড়ার প্রেরণা দিয়েছেন । জরুরি অবস্থার বিরুদ্ধেও তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন । আমাদের কৃষক ভাই ও বোনেদের জন্য তাঁর অবদান এবং জরুরি অবস্থার সময় গণতন্ত্রের প্রতি তাঁর প্রতিশ্রুতি সমগ্র জাতির জন্য অনুপ্রেরণাদায়ক ।"
মোদির এই ঘোষণার পরই চৌধুরি চরণ সিং-এর নাতি তথা রাজ্যসভার সাংসদ ও রাষ্ট্রীয় লোকদল পার্টির জাতীয় চেয়ারম্যান জয়ন্ত সিং টুইট করে বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত তাঁর মন জয় করে নিয়েছে ৷
পরের টুইটে প্রধানমন্ত্রী আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করেন ৷ মোদি লেখেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিমহা রাওকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে তা জানাতে পেরে আনন্দিত । একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক হিসাবে, নরসিংহ রাও বিভিন্ন দায়িত্বে থেকে ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছর ধরে সংসদ ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন, তার জন্য তিনি সমানভাবে স্মরণীয় । তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও বৃদ্ধির জন্য একটি দৃঢ় ভিত্তিস্থাপনে সহায়ক ছিল ।"