ভুবনেশ্বর, 5 মে: নয়াদিল্লির তরফে সতর্ক করা হলেও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের অবাধে প্রবেশের অনুমতি দিচ্ছে কানাডার সরকার ৷ খালিস্তানি প্রসঙ্গে আরও একবার জাস্টিন ট্রুডো সরকারকে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তাঁর কথায়, "পাকিস্তানি মনোভাবাপন্ন বেশ কয়েকজন কানাডায় নিজেদের রাজনৈতিকভাবে সংগঠিত করে তুলেছে ৷ তাঁদের সেই সংগঠনের যথেষ্ট প্রভাবও রয়েছে সে দেশের রাজনীতিতে৷"
সম্প্রতি খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কানাডা সরকার ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কূটনৈতিক মহলে ৷ সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "রিপোর্ট দেখেছি ৷ তবে এই বিষয়ে কানাডার পুলিশের কাছ থেকে কোনও তথ্য আমাদের কাছে আসেনি ৷" বিষয়টির রেশ টেনে এরপরই তিনি বলেন, "এমন বেশ কয়েকটি গণতান্ত্রিক দেশ রয়েছে, যেখানে এই ধরণের অপরাধি শক্তিগুলি রাজনৈতিক ক্ষমতায়নের সুযোগ পেয়েছে ৷ আসলে সেদেশের রাজনীতিবীদরা মনে করেন এদেরকে চটালে একটা বিরাট অংশে সম্প্রদায়ের সমর্থন তাঁরা হারাবেন ৷ সেকারণে এদেরকে না চটিয়েই রাজনীতিতে নিজেদের আলাদা স্থান তৈরির চেষ্টা করেন তাঁরা ৷ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে এই সমস্যা এখন আর নেই ৷"