পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রশ্নপত্র ফাঁস! দোষীদের রেয়াত নয়, সংসদে স্পষ্ট বার্তা মোদির - PM Modi Speaks on Paper Leak - PM MODI SPEAKS ON PAPER LEAK

PM Modi on Paper Leak: সংসদে দাঁড়িয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় দোষীদের রেয়াত করা রবে না বলে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিট ও নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস দুর্নীতির ঘটনায় বিরোধীদের তোলা প্রশ্নের উত্তরও দিলেন মোদি ৷

PM Modi in Lok Sabha
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (সংসদ টিভি)

By PTI

Published : Jul 2, 2024, 8:46 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই: লোকসভার অধিবেশনে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংসদে দাঁড়িয়ে জানালেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে সরকার দ্রুত গতিতে কাজ করছে ৷ পাশাপাশি, আশ্বস্ত করেছেন, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তরণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না ৷

নিট ও নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরই বিরোধিরা এই বিষয়ে সরকারের বিবৃতির দাবি করে ৷ সংসদে দুদিনে বিরোধিদের তোলা এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন নরেন্দ্র মোদি ৷ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণে ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে মোদি বলেন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট দুর্নীতি কাণ্ডে দেশজুড়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷

প্রধানমন্ত্রী মোদি বলেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ আমিও পড়ুয়া ও তরুণ প্রজন্মদের বলতে চাই যে, সরকার এই ধরনের অপরাধ দমনে যথেষ্ট উদ্যোগী ৷ দায়িত্ব প্রতিপালনের জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তাদের রেয়াত করা হবে না ৷ কেন্দ্র ইতিমধ্যেই কঠোর আইন লাগু করেছে ৷ পরীক্ষা পরিচালনার পুরো ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷"

বুধবার লোকসভায় নিট ইস্যুতে কথা বলার জন্য প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ জানিয়ে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে রাহুল দাবি করেন, 28 জুন মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় দুর্নীতির বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিরোধীদের অনুরোধ সংসদের উভয় কক্ষে প্রত্যাখ্যান করা হয়েছিল ৷ এবার তা নিয়ে আলোচনা হোক ৷

এদিকে, রাজ্যসভাতেও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মঙ্গলবার বিরোধী সদস্যরা সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে ৷ আপ নেতা রাঘব চাড্ডা জানান, এই দেশে দুটি আইপিএল খেলা হয় ৷ একটি হল ক্রিকেটের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং দ্বিতীয়টি হল ইন্ডিয়ান পেপার লিক (আইপিএল) এবং পরীক্ষার আয়োজক সংস্থা 'এনটিএ'-এর অর্থ হল 'নো ট্রাস্ট এনিমোর' অর্থাৎ 'আর বিশ্বাস নেই' ৷ অনেক বিরোধী দল আবার প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ৷ এমনকী, এই বিষয়ে, সরকারের 'নিরবতা' নিয়েও প্রশ্ন তোলেন কোনও কোনও বিরোধী সাংসাদ।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সিবিআই তদন্তের উপর বিরোধীদের আস্থা নেই বলে জানিয়েছেন। পাশাপাশি, বিজেপি সরকার দেশে ভয়ের পরিবেশ তৈরির করেছে বলেও তাঁর অভিযোগ ৷ এদিন, লোকসভা নির্বাচনে কমিশনের পক্ষপাতিত্ব ও ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মধ্য়প্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, নিট পরীক্ষা বাতিলের দাবিও তোলা হয় ৷ এসপি নেতা রাম গোপাল যাদবও বিজেপি শাসিত রাজ্যগুলিতে 'ব্যাপক দুর্নীতির' অভিযোগ করেছেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বে থাকা শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস মুক্ত দেশ কামনা করেছিলেন ৷ কিন্তু দেশের মানুষ বিজেপির কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details