পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা - Arrest Warrant Against Yediyurappa - ARREST WARRANT AGAINST YEDIYURAPPA

Non-bailable Arrest Warrant Against Yediyurappa: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকা যৌন হেনস্তার ঘটনায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরু আদালত ৷ রক্ষাকবচ পেতে ইতিমধ্যে আগাম জামিন চেয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দক্ষিণের এই প্রবীণ বিজেপি নেতা ।

BS Yediyurappa
প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 6:11 PM IST

বেঙ্গালুরু, 13 জুন: নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত ৷ যৌন হেনস্তার মামলার শুনানিতে সিআইডি হাজিরা দেননি 81 বছর বয়সি ইয়েদুরাপ্পা ৷ এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করতে সিআইডি আধিকারিকরা শহরের ফাস্ট ট্র্যাক আদালতে আবেদন করেন ৷ আদালত ইয়েদুরাপ্পাকে গ্রেফতারির জন্য জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করে ৷

বৃহস্পতিবার আদালতের এই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারের সম্ভাবনা আরও বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ প্রবীণ বিজেপি নেতা ইয়েদুরাপ্পা অবশ্য গ্রেফতারি এড়াতে ইতিমধ্যে কর্ণাটক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ৷ যদিও সেই মামলার শুনানি এখনও হয়নি ৷ তার আগেই তাঁর বিরুদ্ধে এই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর ৷

আদালতে জামিনের আবেদনে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতা তাঁর বিরুদ্ধে বড় মাপের ষড়যন্ত্রে লিপ্ত ৷ তিনি আরও জানান, কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে পকসো মামলা দায়ের করা হয়েছে, যা তাঁর মানহানির সমান ৷ হাজিরার জন্য মাত্র একদিন সময় দেওয়া হয়েছে ৷ তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন ৷ তাই 12 জুনের পরিবর্তে 17 তারিখ শুনানিতে অংশ নেবেন বলেও তিনি জানিয়েছেন ৷

2024 সালের 3 মার্চ নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে সদাশিবনগর থানায় পকসো আইনের অধীনে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ এরপরই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছিল ৷ নির্যাতিতার মা বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় তাঁর নাবালিকা মেয়ের উপর যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই মামলায় নির্যাতিতার ভাই রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চেয়ে হাইকোর্টেও আবেদন করেন ৷

সদাশিবনগর থানায় অভিযোগ দায়েরের পর সরকার অভিযোগের গুরুত্ব বিবেচনা করে মামলা সিআইডিকে স্থানান্তর করে। সম্প্রতি, সিআইডি আধিকারিকরা ইয়েদুরাপ্পাকে নোটিশও জারি করে ৷ তাঁকে দ্বিতীয়বার হাজিরার নির্দেশ দেয় সিআইডি। তবে ইয়েদুরাপ্পা হাজিরার জন্য সময় চেয়েছিলেন। এরপরই তদন্তকারীরা ট্রায়াল কোর্টকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। প্রথম ফাস্ট ট্র্যাক আদালত, নির্যাতিতার ভাইয়ের আবেদনের শুনানিও করে ৷ এদিকে নাবালিকার মা 54 বছর বয়সি প্রৌঢ়ার মৃত্যু হয়েছে ৷ তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details