পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নয়া জটে নিট পরীক্ষার্থীরা ! অনির্দিষ্টকালের জন্য পিছল কাউন্সেলিং - NEET UG counselling

NEET UG Row: ফের নয়া বিতর্কে নিট-ইউজি ৷ এবার কাউন্সেলিং বন্ধের নোটিশ দেওয়া হয়েছে ৷ নয়া বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বন্ধ থাকবে কাউন্সেলিং ৷

NEET UG Row
নয়া বিতর্কে নিট-ইউজি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 12:56 PM IST

Updated : Jul 6, 2024, 2:21 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই:ফের নয়া জটে নিট-ইউজি পরীক্ষার্থীরা ৷ পরবর্তী বিজ্ঞপ্তি না-হওয়া পর্যন্ত ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) কাউন্সেলিং স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ আগামী সোমবার সুপ্রিম কোর্টে নিট মামলার পরবর্তী শুনানি ৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শনিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডার-গ্র্যাজুয়েট) বা নিট-ইউজির কাউন্সেলিং শনিবার পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে ৷ কাউন্সেলিংয়ের নতুন তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। পরীক্ষায় পেপার ফাঁস-সহ অনিয়মের অভিযোগের মধ্যে নতুন বিতর্কে নিট। আর কাউন্সেলিং স্থগিতের ঘোষণার পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপিকে কটাক্ষ করে বলেন, "লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ বিজেপি নেতাদের হাতে নিরাপদ নয়।"

যদিও এনটিএ-এর তরফে জানানো হয়েছে, কাউন্সেলিং 6 জুলাই শুরু হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল ৷ যদিও মেডিক্যাল কাউন্সেলিং কমিটি এটির জন্য কোনও বিশদ বিজ্ঞপ্তি বা সময়সূচী জারি করেনি ৷ সূত্রের খবর, কয়েকটি মেডিক্যাল কলেজের অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে ৷ সেক্ষেত্রে নতুন আসন যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

এক্স পোস্টে রমেশ লিখেছেন, "নিট-ইউজি সমস্যা দিন দিন খারাপ হচ্ছে। অজৈবিক প্রধানমন্ত্রী এবং তাঁর জৈবিক শিক্ষামন্ত্রী তাঁদের অযোগ্যতা এবং অসংবেদনশীলতার আরও প্রমাণ যোগ করছেন ৷" জয়রাম রমেশ যোগ করেছেন, "আমাদের লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ তাঁদের হাতে আর নিরাপদ নয় ।" 5 জুলাই বিতর্কিত নিট-ইউজি, 2024 পরীক্ষা বাতিল করার জন্য লাগাতার বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সুপ্রিম কোর্টকে স্পষ্টতই জানিয়েছে, এটি বাতিল করা হলে বড় ধরনের গোপনীয়তা লঙ্ঘন হয়েছে তা প্রমাণের অভাবে লক্ষাধিক প্রকৃত প্রার্থীকে মারাত্মকভাবে বিপদে ফেলতে পারে ৷

এনটিএ, যা এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য সম্পর্কিত কোর্সে ভর্তির জন্য নিট পরীক্ষা পরিচালনা করে ৷ এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই ইস্যুতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৷ প্রশ্ন থেকে শুরু করে বড় ধরনের কেলেঙ্কারির জন্য ছাত্র এবং রাজনৈতিক দলগুলির বিক্ষোভের কেন্দ্রেও রয়েছে। গত 5 মে অনুষ্ঠিত পরীক্ষায় পেপার লিক হওয়ার অভিযোগ উঠেছিল ৷

Last Updated : Jul 6, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details