পটনা, 24 জুন: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার সকালে দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল পৌঁছল পটনায় ৷ তারা বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিটের (ইকোনমিক অফেন্সেস ইউনিট বা ইওইউ) অফিসে গিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, সিবিআই তদন্তের ভার নেওয়ার আগে পর্যন্ত এই মামলার সঙ্গে জড়িত 18 জনকে গ্রেফতার করেছে ইওইউ ৷ একজন আধিকারিক বলেছেন, "সিবিআই অফিসাররা ইওইউ থেকে মামলা সম্পর্কিত প্রমাণ সংগ্রহ করছেন ।"
ছাত্রদের দেশব্যাপী বিক্ষোভ এবং মামলার মধ্যে রবিবার সিবিআই 5 মে অনুষ্ঠিত নিট-ইউজি-তে অনিয়মের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে ৷ একজন ইওইউ আধিকারিক জানিয়েছেন, "তদন্তের সময় ইওইউ দ্বারা সংগৃহীত প্রমাণগুলির মধ্যে রয়েছে পটনার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া পোড়া প্রশ্নপত্রের টুকরো, ধৃতদের মোবাইল ফোন, সিম কার্ড, ল্যাপটপ, পোস্ট-ডেটেড চেক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ-র দেওয়া রেফারেন্স প্রশ্নপত্র । ধৃতরা সকলেই পটনায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং সিবিআইয়ের দল তাঁদের এখানকার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যেতে পারে ৷"