পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মায়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনাদের ফেরানো হবে, জানাল কেন্দ্রীয় সরকার - India Myanmar

India-Myanmar International Border: মায়ানমারের পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাও ভারতের মিজোরামে পালিয়ে এসেছে ৷ এবার ওই সেনাদের দেশে ফেরাবার ব্যবস্থা করছে ভারত সরকার ৷ এ নিয়ে রইল ইটিভি ভারতের প্রতিনিধি গৌতম দেবরায়ের রিপোর্ট ৷

ETV Bharat
মায়ানমার থেকে ভারতের মিজোরামে পালিয়ে এসেছে সেনা

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 10:10 AM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি:প্রতিবেশী মায়ানমার থেকে শুধুমাত্র সাধারণ মানুষই ভারতে আসেনি, প্রাণ বাঁচাতে এদেশে ঠাঁই নিয়েছে সেনারাও ৷ এবার তাদের ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷ সরকারি আধিকারিকের থেকে এমনটাই খবর পেয়েছে ইটিভি ভারত ৷

ওই সূত্র জানিয়েছে, বিগত কয়েকদিনে মায়ানমার থেকে বহু সেনা ভারতে মিজোরামে পালিয়ে এসেছে ৷ তাদের ফেরত পাঠানো হবে ৷ এই সেনার সংখ্যা কমপক্ষে 280-300 ৷ মায়ানমারে জঙ্গি গোষ্ঠী পিপল'স ডিফেন্স ফোর্স বা পিডিএফের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সীমান্তের কাছে থাকা সেনারা প্রাণভয়ে মিজোরামে চলে আসে ৷ এবছরের জানুয়ারি মাসে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক হয় মেঘালয়ের শিলংয়ে ৷ সেখানে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন, "সময়ে সময়ে মায়ানমারের পরিস্থিতি যত খারাপ হয়েছে, ততই সেখান থেকে সাধারণ নাগরিক এমনকী সেনাও মিজোরামে চলে এসেছে ৷ মানবিকতার দিকটি ভেবে আমরা তাদের আশ্রয় দেব ৷

তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী লালডুহোমা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে মায়ানমার থেকে আসা সেনাদের দেশে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব আঙ্গু বলেন, "মিজোরামের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷" তিনি আরও জানান, শাহ লালডুহোমাকে এই বিষয়ে আশ্বস্ত করে জানিয়েছেন, এই বিষয়ে মিজোরাম সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে ৷

এদিকে ভারতের সঙ্গে মায়ানমারের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে অসম রাইফেলস ৷ অসম রাইফেলস সূত্রের খবর, মায়ানমারের ওই সেনাদের পাঠিয়ে দেওয়া হবে ৷ 2023 সালের 29 নভেম্বর দেশের জঙ্গি গোষ্ঠী পিডিএফ বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধের সময় বহু সেনা মিজোরামে চলে আসে ৷ পরে তাদের ফিরিয়ে দেওয়া হয় ৷

এখনও পর্যন্ত 100 জন সেনাকে নিরাপদে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এর আগে, ভারতের সামরিক বাহিনী মোরে থেকে ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে আকাশপথে মায়ানমারের সেনাদের টামু নামক জায়গায় পৌঁছে দিয়েছে ৷ এটাই ভারতের নিকটবর্তী মায়ানমার শহর ৷

2023 সালের নভেম্বরের শুরুতে মায়ানমারে সংঘর্ষের ঘটনা শুরু হওয়ার প্রথম দিকেই 5 হাজারেরও বেশি নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিজোরামে চলে আসে ৷ তবে তাদের মধ্যে বেশির ভাগকেই দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ মিজোরামের সঙ্গে ভারতের 510 কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে ৷

আরও পড়ুন:

  1. অশান্ত মণিপুর! প্রায় 8 হাজার বাসিন্দার ভিড় মিজোরামে
  2. মায়ানমারে আকাশপথে হামলায় 9 শিশু-সহ 17 জনের মৃত্যু, দায় এড়াল বায়ুসেনা
  3. বাংলাদেশের মতোই রক্ষা করা হবে মায়ানমার সীমান্ত, জানালেন অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details