নয়াদিল্লি, 21 জানুয়ারি:প্রতিবেশী মায়ানমার থেকে শুধুমাত্র সাধারণ মানুষই ভারতে আসেনি, প্রাণ বাঁচাতে এদেশে ঠাঁই নিয়েছে সেনারাও ৷ এবার তাদের ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷ সরকারি আধিকারিকের থেকে এমনটাই খবর পেয়েছে ইটিভি ভারত ৷
ওই সূত্র জানিয়েছে, বিগত কয়েকদিনে মায়ানমার থেকে বহু সেনা ভারতে মিজোরামে পালিয়ে এসেছে ৷ তাদের ফেরত পাঠানো হবে ৷ এই সেনার সংখ্যা কমপক্ষে 280-300 ৷ মায়ানমারে জঙ্গি গোষ্ঠী পিপল'স ডিফেন্স ফোর্স বা পিডিএফের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সীমান্তের কাছে থাকা সেনারা প্রাণভয়ে মিজোরামে চলে আসে ৷ এবছরের জানুয়ারি মাসে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক হয় মেঘালয়ের শিলংয়ে ৷ সেখানে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন, "সময়ে সময়ে মায়ানমারের পরিস্থিতি যত খারাপ হয়েছে, ততই সেখান থেকে সাধারণ নাগরিক এমনকী সেনাও মিজোরামে চলে এসেছে ৷ মানবিকতার দিকটি ভেবে আমরা তাদের আশ্রয় দেব ৷
তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী লালডুহোমা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে মায়ানমার থেকে আসা সেনাদের দেশে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব আঙ্গু বলেন, "মিজোরামের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷" তিনি আরও জানান, শাহ লালডুহোমাকে এই বিষয়ে আশ্বস্ত করে জানিয়েছেন, এই বিষয়ে মিজোরাম সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে ৷