মুম্বই, 29 জানুয়ারি:প্রথমে লকআপ-1, তারপর বিগ বস চ্যাম্পিয়ন হলেন মুনাওয়ার ফারুকি ৷ সানডে নাইটে বিগ বসের ফাইনাল নিয়ে দর্শকমহলে ছিল টানটান উত্তেজনা। কার হাতে উঠতে চলেছে এই ট্রফি? এনিয়ে দাবীদার ছিলেন অনেকেই। মুনাওয়ার, অঙ্কিতা, অভিষেক নাকি মান্নারা ৷ তবে শেষমেশ অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে বিগ বস 17-র বিজেতা হলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ৷ সেইসঙ্গে গতকাল 28 জানুয়ারি ছিল তাঁর জন্মদিন ৷ তাই বিশেষ দিনে কমেডিয়ান পেলেন সেরা উপরহার ৷
বিগ বস জেতার পর, মুনাওয়ার ফারুকি শুধু ট্রফিই পাননি, পাশাপাশি পেয়েছেন নগদ 50 লাখ টাকা এবং হুন্ডাই ক্রেটা গাড়ি। এই ট্রফিটির সবচেয়ে বিশেষ বিষয় হল এটি তৈরি করা হয়েছে দিল, দিমাগ এবং দম শো-এর থিমের ভিত্তিতে। জয়ের সঙ্গে সঙ্গে তিনি সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেন ৷ ভক্তদের কাছ থেকে অনেক অভিনন্দন পেয়েছেন তিনি। শো জয়ের পর কমেডিয়ান বলেন, "আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। আমি ভাগ্যবান যে এমন আমার ফ্যান ফলোয়িং আছে ৷ আমি সবসময় দুঃখের সময় আমার বাবা-মাকে স্মরণ করি ও আনন্দের সময়েও ৷"