পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাঠে খেলার সময় বালককে তুলে নিয়ে গেল চিতাবাঘ

নয়া আতঙ্ক বাইরাইচে ! এবার চিতাবাঘের আক্রমণে প্রাণ গেল নাবালকের ৷ বাবা-মায়ের সামনে দিয়ে শিকারকে নিয়ে গেল হিংস্র জন্তু ৷

Leopard Fear at Bahraich Uttar Pradesh
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

বাহরাইচ, 15 নভেম্বর: বাবা-মায়ের সঙ্গে আখের ক্ষেতে গিয়েছিল বছর সাতের অভিনন্দন ৷ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বাবা-মাও আখ কাটতে ব্যস্ত ছিলেন ৷ তখন আপন মনে একাই খেলছিল অভিনন্দন ৷ কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি পাশের আখক্ষেতের মধ্যে তখন লুকিয়ে রয়েছে হিংস্র চিতাবাঘ ৷ তার আক্রমণেই শেষমেশ প্রাণ হারাল অভিনন্দন। ঘটনাটি ঘটেছে বাহরাইচ জেলার কাটারনিয়াঘাট রেঞ্জের গ্রাম পঞ্চায়েত বাজপুর বাঁকাটি সীতারাম পূর্বের কাছে ৷

চিতাবাঘ ওত পেতে নজর রাখছিল নিজের শিকারের দিকে ৷ সকলে ব্যস্ত থাকার সুযোগে ঝাপিয়ে পড়ে অভিনন্দনের উপর ৷ ঘাড়ের পাশে কামড়ে ধরে টেনে নিয়ে যায় আখ ক্ষেতে ৷ এদিকে অভিনন্দনের গলার আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে চিতাবাঘের পিছু নিলে শিকারকে ফেলে সরযূ খালের দিকে পালিয়ে যায় হিংস্র জন্তু ৷

পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার জন্য এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক অভিনন্দনকে একটি হাসপাতালে রেফার করেন। এরপর পরিবার তাকে ওই হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অভিনন্দনের ৷ এই ঘটনার পর লোকজন বন দফতরকে খবর দেয়।

রেঞ্জার আশিস গন্ডের নির্দেশে বিট ওয়ান গার্ড আবদুল সালাম ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখেন। এই ঘটনার পর থেকে চিতাবাঘের আক্রমণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানুষ বন বিভাগের কাছে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন । কয়েকমাস আগে নেকড়ে আতঙ্কে ঘুম উড়েছিল বাহরাইচবাসীদের ৷ এবার কি তবে সেখানে চিতাবাঘ হানা দিয়েছে ? সাত বছরের বালকের মৃত্যুতে ঘুম উড়েছে গ্রামের ৷

ABOUT THE AUTHOR

...view details