নয়াদিল্লি, 16 অগস্ট:আরজি করে পড়ুয়া চিকিৎসক হত্যাকাণ্ডের পরই নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ এবার থেকে দায়িত্বে থাকাকালীন কর্মরত কোনও স্বাস্থ্যকর্মীর উপর কোনও হিংসা বা হামলার ঘটনা ঘটলে প্রাথমিভাবে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ৷ এমনকী, তাঁকেই প্রাথমিক অভিযোগ দায়ের করতে হবে ৷ এই মর্মে কড়া বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্যমন্ত্রক ৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ঘটনার সর্বোচ্চ 6 ঘণ্টার মধ্যে একটি এফআইআর দায়ের করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন ৷" কলকাতায় আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ব্যাপক প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে ৷ এর মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়ে দিল, কোনও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীর উপর কোনও হিংসা বা হামলার ঘটনা ঘটলে ছয় ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানরা একটি এফআইআর দায়ের করতে বাধ্য থাকবেন ৷
স্বাস্থ্য পরিষেবার ডিজি (ডিজিএইচএস) অতুল গোয়েলের দফতরের তরফে AIIMS-সহ কেন্দ্রীয় সরকারি হাসপাতালের পরিচালক এবং মেডিক্যাল সুপারিনটেনডেন্টদের পাশাপাশি সারা দেশের সমস্ত মেডিক্য়াল কলেজের অধ্যক্ষদের উদ্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, "কর্তব্যরত থাকাকালীন কোনও স্বাস্থ্যকর্মীর উপর কোনও হিংসা বা হামলার ঘটনা ঘটলে, ঘটনার সর্বোচ্চ 6 ঘণ্টার মধ্যে একটি প্রাতিষ্ঠানিক এফআইআর দায়ের করতে হবে প্রতিষ্ঠানের প্রধানকে ৷"সাম্প্রতিককালে দেখা গিয়েছে, সরকারি হাসপাতালে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের উপর কোনও হিংসা বা হামলা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারীক বলেন, "বেশ কিছু স্বাস্থ্যকর্মী তাঁদের দায়িত্ব পালনের সময় শারীরিক নিগ্রহের শিকার হন ৷ অনেকেই হুমকি বা অশালীন মন্তব্যের সম্মুখীন হন। এর বেশিরভাগই হয় রোগী বা তাদের পরিবার-পরিজনদের দ্বারা ৷" উল্লেখ্য, আরজি করে খুনের ঘটনার পরই গত 14 তারিখ রাতে হাসপাতালে ঢুকে নির্বিচারে ভাঙচুর, তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী ৷ এরপরই কেন্দ্রের তরফে জারি করা হল এই নির্দেশিকা ৷ (পিটিআই)