হায়দরাবাদ, 23 মার্চ: আর কিছুদিনের মধ্যেই রঙের উৎসবে মেতে উঠবে দেশ ৷ প্রতি বছর মার্চ মাসে ভারতে হোলি বা দোল উৎসব রাঙিয়ে দিয়ে যায় সকলকে ৷ কিন্তু গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে, এই সময়ে আবহাওয়ার রুক্ষভাব ধরা পড়ে ৷ এই সময়ে গরম অনেকটা বেড়ে যায় ৷ বসন্ত শেষে গ্রীষ্মের প্রখরভাব কেন বেড়ে যায়, কারণ ব্যাখ্যা করেছেন আবহাওয়াবিদরা ৷
প্রথমেই জানা যাক জলবায়ু নিয়ন্ত্রণ নিয়ে কী বলছে গবেষণা: মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জলবায়ু কেন্দ্রের বিজ্ঞানীদের নতুন একটি গবেষণা তথা বিশ্লেষণ সামনে এসেছে ৷ যেখানে বলা হয়েছে মার্চ এবং এপ্রিল মাসে ভারতের আবহাওয়ায় উষ্ণতা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। 1970 সাল থেকে সেই তথ্য বিশ্লেষণ করা হয়েছে ৷ সমীক্ষায় দাবি করা হয়েছে যে মার্চ মাসে, উত্তর এবং পশ্চিমের অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় ৷
এর মধ্যে আবহাওয়ায় বড় পরিবর্তন ঘটে জম্মু ও কাশ্মীরে (2.8 ডিগ্রি সেলসিয়াস)। অন্যদিকে, এপ্রিলের তাপমাত্রাতেও হেরফের দেখা যায় ৷ তবে মিজোরামের ছবিটা অনেকটা আলাদা ৷ 1970 সালের পর থেকে আবহাওয়ায় সবচেয়ে বড় পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে এই সমীক্ষায় ৷ সাতের দশকে মিজোরামের তাপমাত্রা রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1.9 ডিগ্রি সেলসিয়াস। এখানেই বড় পার্থক্য নজরে এসেছে বিজ্ঞানীদের ৷ সমীক্ষায় বলা হয়েছে, সাতের দশকের শুরুতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে সেইভাবে কখনই ওঠেনি ৷
এই বছর তাপমাত্রা বাড়ছে 9টি রাজ্যে: এই বছর 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা বেড়েছে 9 রাজ্যে ৷ তালিকায় রয়েছে রাজস্থান, গুজরাত, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্র প্রদেশ। সর্বোচ্চ সম্ভাবনা মহারাষ্ট্রে (14 শতাংশ)। তালিকা থেকে বাদ পড়েনি বিহার এবং ছত্রিশগড়ের মতো রাজ্যও ৷ সারা দেশে 51টি প্রধান শহরের সম্ভাব্যতার পার্থক্য বিবেচনার মধ্য দিয়ে দেখা গিয়েছে মোট 37টি শহরে 40 ডিগ্রি সেলসিয়াস বা উষ্ণতার পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে 1 শতাংশ ৷ 11টি শহরে 10 শতাংশ বা তার বেশি সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়ার। তবে এক্ষেত্রে তাপমাত্রার হেরফের কিছুটা হতে পারে রাজ্যের অবস্থানের ভিত্তিতে ৷
তাপমাত্রা বাড়ার সর্বোচ্চ সম্ভাবনা 15টি শহরে: মাদুরাই বাদে, মার্চের শেষের দিকে একদিনে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়ার ঝুঁকি রয়েছে 15টি শহরে ৷ ছত্রিশগড়ের বিলাসপুর তালিকার প্রথমে রয়েছে (31 শতাংশ) ৷ 1970 সালে এই শহরের তাপমাত্রার তুলনায় যা 2.5 গুণ বেশি। একই ছবি দেখা গিয়েছে ইন্দোরেও ৷