হরদা (মধ্যপ্রদেশ), 6 ফেব্রুয়ারি: বেআইনি বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ৷ তার জেরে পুড়ে গেল আশেপাশে থাকা প্রায় 50টি বাড়ি ৷ মঙ্গলবার সকালে এমনই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের হরদা এলাকায় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারি তরফে মৃতের সংখ্যা 7 জানানো হলেও বিভিন্ন সূত্রের দাবি সংখ্যাটা 9 ৷ আহত 200 জনেরও বেশি ৷ এই দুর্ঘটনায় অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন । অনেককে তাৎক্ষণিকভাবে ভোপাল ও ইন্দোরের বড় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে । দুটি শহরেই বার্ন ইউনিট তৈরি করা হয়েছে যেখানে গুরুতর আহতদের ভর্তি করা হবে ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি শহরের মগর্ধা রোডের বৈরাগড় গ্রামে অবস্থিত একটি অবৈধ বাজি তৈরির কারখানা । সেখানেই আতশবাজি তৈরির জন্য প্রচুর পরিমাণে গান পাউডার মজুত ছিল ৷ তা থেকেই কোনওভাবে বিস্ফোরণ ঘটে ৷ কিন্তু বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে সেই মুহূর্তে ওই কারখানা সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজনও আছড়ে পড়ে যায় ৷ আগুন লেগে যায় কারখানার আশেপাশের 50টিরও বেশি বাড়িতে ৷ আগুন এতটাই বিশাল আকার ধারণ করে যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর ধোঁয়া দেখা গিয়েছে । কারখানা থেকে বিকট বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় । আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি । বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর একাধিক গাড়ি । 7টি জেলা থেকে প্রায় 40টি ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয় ৷