পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কখনও কারও কষ্টের কারণ হতে চাননি, এভাবেই স্মরণীয় হতে চেয়েছিলেন রতন টাটা - RATAN TATA PASSES AWAY

কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে নিজের সঠিক সিদ্ধান্ত ও নম্র ব্যবহারের জন্য সম্মানীত ছিলেন রতন টাটা ৷ তাই কখনও কারওকে আঘাত করে বড় হতে চাননি ৷

RATAN TATA PASSES AWAY
রতন টাটা ৷ (ছবি সূত্র- পিটিআই)

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 5:14 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন নাভাল টাটা বুধবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বিভিন্ন সাক্ষাৎকার এবং আলাপচারিতায়, এই অশীতিপর বলতেন, তিনি এমন একজন ব্যক্তি হিসেবে সকলের মনে থেকে যেতে চাইতেন, যিনি ব্যবসায় সবসময় সেরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন ৷

2014 সালে কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের লেডিস স্টাডি গ্রুপ আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রতন টাটা ৷ সেখানে তিনি বলেছিলেন, "আমি এমন একজন মানুষ হিসেবে পরিচিত হতে চাই যিনি, কখনও কারওকে আঘাত করেননি ৷ আর যিনি ব্যবসায়িক ক্ষেত্রে সবসময় সেরা সিদ্ধান্ত গ্রহণকারী ৷"

তাঁর নম্র এবং 'লাইমলাইটে না-থাকা' মনোভাবের জন্য সকলে তাঁকে সম্মান করতেন ৷ এমনকি নানা জনহিতকর কাজের জন্যও এই শিল্পপতির সুনাম রয়েছে ৷ রতন টাটার বুদ্ধিমত্তা এবং তাঁর দূরদর্শী নেতৃত্বের জন্য সকলের কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন ৷ টাটা সন্সের ওয়েবসাইটেও, তাঁর সেই বিচক্ষণ্ণতার কথা উল্লেখ করা হয়েছে ৷

2018 সালের ফেব্রুয়ারি মাসে রতন টাটাকে একটি বেসরকারি চ্যানেলে বলতে শোনা গিয়েছিল, "আমি এমন একজন ব্যক্তি হিসাবে নিজেকে স্মরণীয় করতে চাই, যিনি পরিবর্তন এনেছিলেন ৷ এর থেকে বেশি নয়, কমও নয় ৷" এই সপ্তাহের শুরুর দিকে রতন টাটাকে হাসপাতালে ভরতি করানো হয় মূলত তাঁর বয়সজনিত কারণে তৈরি হওয়া নানা সমস্যার জন্য ৷ কিন্তু, হাসপাতালেই শারীরিক অবস্থার অবনতি হলে, রতন টাটাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷

1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন রতন নাভাল টাটা ৷ প্রায় একশতক আগে তৈরি করা তাঁর প্রপিতামহের বিশাল সাম্রাজ্যকে, এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেন তিনি ৷ আর সেটা ছিল আন্তর্জাতিক স্তরে ৷ তবে, অবসরের পর তিনি আর টাটা গ্রুপের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না ৷ তবুও প্রায়শই বড় সিদ্ধান্তের জন্য টাটা গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর তাঁর দিকে তাকিয়ে থাকত ৷

ABOUT THE AUTHOR

...view details