পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সম্পত্তি নিয়ে বিবাদ ! পরপর হাতুড়ির আঘাতে বাবা-মাকে খুন করল ছেলে - LUCKNOW DOUBLE MURDER

মাঝরাতে বাবা-মায়ের সঙ্গে ছেলের তুমুল অশান্তি ! সম্পত্তি নিয়ে অশান্তির জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে বছর সত্তরের বাবা-মাকে খুন করল ছেলে ৷

LUCKNOW DOUBLE MURDER
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 1:57 PM IST

লখনউ, 16 ফেব্রুয়ারি: সম্পত্তি দিতেই হবে, এমনটাই দাবি বৃদ্ধ দম্পত্তির ছেলের ৷ সেই নিয়ে শুরু হয় অশান্তি ৷ শনিবার মাঝরাতে লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকার জাবারুলি গ্রামে সম্পত্তির সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি চরমে পৌঁছয় ৷ হাতুড়ি দিয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে পিটিয়ে মারতে থাকে ছেলে ৷ হাতুড়ির আঘাতে কয়েক মুহূর্তের মধ্যে প্রাণ যায় তাঁদের ৷

প্রতিবেশীরা জানাচ্ছেন, বৃদ্ধ জগদীশ বিশ্বশর্মা (70) এবং তাঁর স্ত্রী শিবপ্যারি (68) দুই ছেলে ৷ বৃষ্কিত ওরফে লালা বড় ছেলে আর দেবদত্ত ছোট। জগদীশ লোহার যন্ত্রপাতির দোকানে কাজ করতেন। প্রায় দিনই বাবা-মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে তাঁদের বড় ছেলে ঝগড়াঝাটি করত ৷ গতকালও তাই হচ্ছিল ৷ ঝামেলা-চিৎকার চেঁচামেচির আওয়াজ পান প্রতিবেশীরা ৷ কিন্তু, অন্যদিনের মতো ভেবেছিলেন যে থেমে যাবে ৷ কিন্তু, বড় ছেলে যে হাতুড়ি দিয়ে তার বাবা, মাকে পিটিয়ে খুন করবে, তা ভাবতেই পারেননি প্রতিবেশীরা ৷

ছোট ভাই বারবার দাদাকে বাধা দিতে চেষ্টা করেও পারেননি ৷ চেঁচামেচির আওয়াজে আরও প্রতিবশীরা তাঁদের বাড়িতে চলে আসেন ৷ এরই মাঝে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় ৷ খবর পেয়ে পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে। গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে পুলিশ মোহনলালগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। কিছুক্ষণ পর, সেখান থেকে তাঁদের ট্রমা সেন্টারে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু'জনেই মারা যান।

বৃদ্ধ দম্পতির ছোট ছেলে দেবদত্তে অভিযোগের ভিত্তিতে মোহনলালগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় ৷ বর্তমানে পুলিশ অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে ৷ মোহনলালগঞ্জের এসিপি রজনীশ ভার্মা জানিয়েছেন, অভিযুক্ত ছেলের খোঁজে পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে ৷ তল্লাশি অভিযান চলছে ৷ শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details