ইম্ফল, 8 জুলাই: মণিপুরের জিরিবামে পৌঁছালেন রাহুল গান্ধি ৷ সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা ৷ রাহুল গান্ধির সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন মহিলা ৷ দ্রুত মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়গুলি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল ৷
অন্যদিকে, আজ রাহুল জিরিবামে পৌঁছানোর আগে নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুরের এই জেলা ৷ সোমবার সকালে জিরিবামে গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, জিরিবামের মেইতেই জনগোষ্ঠীদের বসবাসের এলাকায় ঢুকে একদল লোক বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে ৷ তবে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি ৷ ঘটনাটি ঘটেছে, সোমবার ভোর রাত 3টে থেকে ৷ পুলিশ ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সকাল 7টা পর্যন্ত গুলিযুদ্ধ চলে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি বাড়িতেও গুলি চালিয়েছে ওই জঙ্গিরা ৷