নয়াদিল্লি, 1 এপ্রিল: তাঁদের পৃথিবী ছিল আলাদা। তবে এবারের লোকসভা নির্বাচন তিন মহিলার জীবনে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিল ৷ পরিচয় বলতে এই তিনজনের স্বামী দেশের বিভিন্ন প্রান্তের দাপুটে নেতা ৷ দু'জনের স্বামী আলাদা আলাদা রাজ্যের মুখ্য়মন্ত্রী (একজন প্রাক্তন) ৷ একজনের স্বামী উপ-মুখ্যমন্ত্রী ৷ তাঁরা হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ বাকি দু'জন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার ৷
কেজরিওয়াল ও হেমন্ত এখন জেলে ৷ তাঁদের হয়ে আসরে নেমেছেন সুনীতা ও কল্পনা ৷ রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশেও দেখা গিয়েছে তাঁদের ৷ সুনীতা প্রাক্তন আইআরএস অফিসার ৷ দিল্লির সভা থেকে কেজরির লিখিত বার্তাও পাঠ করেন তিনি ৷ পাশাপাশি বিজেপি যেভাবে ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে তারও তীব্র প্রতিবাদ করেন সুনীতা ৷ তাঁর মতো কল্পনা সোরেনও আক্রমণ শানিয়েছেন বিজেপিকে ৷
2006 সালে ফেব্রুয়ারি মাসে কল্পনার সঙ্গে বিয়ে হয় হেমন্তের ৷ তাঁদের দুই সন্তান ৷ ছাত্রী হিসেবে কল্পনা ছিলেন মেধাবী ৷ ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তাঁর রয়েছে এমবিএ ডিগ্রিও ৷ এবার তিনি অন্য ময়দানে ৷ আনুষ্ঠানিকভাবে রাতনীতিতে হাতেখড়ি না-হলেও পরিস্থিতি তাঁকে এনে ফেলেছে ভোটের ময়দানে ৷ ঘনিষ্ঠরা বলছেন তৈরি কল্পনাও ৷
এই দু'জনের থেকে অজিত-জায়া সুনেত্রার পরিস্থিতি অবশ্য আলাদা ৷ তিনি আছেন শাসক শিবিরে। কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করে মহারাষ্ট্রের শাসকজোটে এসেছেন অজিত ৷ শুধু তাই নয়, কাকার হাতে তৈরি এখন মারাঠা রাজনীতির এই রঙিন চরিত্রের হাতে ৷ সূত্রের খবর, এবার পুনে থেকে প্রার্থী হচ্ছেন সুনেত্রা ৷ সবমিলিয়ে অতীতের বিভিন্ন সময়ে খ্যাতনামা নেত্রীদের উজ্জ্বল রাজনৈতিক ইনিংস দেখা 140 কোটির দেশ এবার পেতে চলেছে নতুন তিন নেত্রীকে ৷
আরও পড়ুন:
- 15 এপ্রিল পর্যন্ত তিহাড়ে কেজরিওয়াল, নির্দেশ আদালতের
- 'আমি যোদ্ধার জীবনসঙ্গী, আবেগে ভাসব না', বিবাহবার্ষিকীতে বার্তা হেমন্তের স্ত্রী কল্পনার
- অজিত পাওয়ার গোষ্ঠীই ‘আসল এনসিপি’, রায় মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের