পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বহুপাক্ষিক সমাধানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি বিদেশমন্ত্রীর - EAM S Jaishankar

EAM S Jaishankar in 9th Raisina Dialogue: বহুপাক্ষিক সমাধানের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বৃহস্পতিবার নবম রাইসিনা ডায়ালগের এক অধিবেশনে যোগ দিয়ে একথা বলেন তিনি ৷ চন্দ্রকলা চৌধুরির প্রতিবেদন ৷

EAM S Jaishanka
বিদেশমন্ত্রী এস জয়শংকর

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 8:01 PM IST

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি:রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজন ৷ গত পাঁচ বছরে বেশ কিছু বড় সমস্যাগুলির ক্ষেত্রে বহুপাক্ষিক সমাধান খুঁজে পায়নি তারা । নবম রাইসিনা ডায়ালগের এক অধিবেশনে বৃহস্পতিবার এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি বলেন, "যখন রাষ্ট্রসংঘ তৈরি হয়েছিল তখন আনুমানিক 50 জন সদস্য ছিল এবং এখন প্রায় চারগুণ বেশি সদস্য রয়েছে । তাই স্বাভাবিক যে আপনি একইভাবে রাষ্ট্রসংঘ চালাতে পারবেন না..."

জয়শংকরের কথায়, "আপনি যদি গত পাঁচ বছরের দিকে তাকান সমস্ত বড় সমস্যার ক্ষেত্রে আমরা একটিও বহুপাক্ষিক সমাধান খুঁজে পাইনি । সুতরাং ফলাফলের অভাব সংস্কারকে প্রয়োজনীয় করে তুলেছে। নিয়মের দোহাই দেওয়া হচ্ছে । আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এর মাঝেই নজর দেওয়া প্রয়োজন, কীভাবে বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থার ব্যয়ে আখের গুছিয়ে নিচ্ছে ৷"

তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রসংঘে পুরনো ইস্যু ছাড়াও নতুন অনেক বিষয় রয়েছে । জয়শংকর বলেন," এখন সবচেয়ে বড় বিতর্ক, সংযোগ, ঋণ, বাণিজ্যকে কীভাবে কাজে লাগানো হচ্ছে, সবই পশ্চিমের দেশ করেছে না । পশ্চিমের দেশগুলি আগে প্রভাবশালী শক্তি হিসাবে ছিল ৷ তবে আমরা আজ যেখানে আছি তার জন্য অনেকাংশে পশ্চিমের দেশগুলিই দায়ী । নতুন খেলোয়াড়রা কোনও সাহায্য করেনি ৷"

বিদেশমন্ত্রীর বক্তব্য, আজ আমরা যেখানে আছি তার জন্য পশ্চিমের অনেকাংশে দায়ী কিন্তু এটাও সত্য যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের সবচেয়ে বড় বিরোধী পশ্চিমের দেশ নয়...আমি মনে করি, আমাদের গোষ্ঠী তৈরি করতে একটু একটু করে লড়াই জারি রাখতে হবে । যে পরিবর্তনের জন্য চাপ দেবে ৷" এস জয়শংকর ভারতকে একটি সেতুবন্ধনকারী শক্তি বলে অভিহিত করেছেন ৷

আরও পড়ুন:

  1. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের
  2. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
  3. ভারত-রাশিয়া সম্পর্ক 'খুব শক্তিশালী', ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর দাবি জয়শঙ্করের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details