পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংখ্যালঘু এলাকা নিয়ে মন্তব্য, দু:খ প্রকাশ করলেন বিচারপতি - Karnataka High Court

High Court Jutice Expresses Regret: নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন । কী বলেছেন সেই খোঁজ নিতে শুরু করেছিল সুপ্রিম কোর্টও। এমতাবস্থায় নিজের মন্তব্য থেকে সরে এলেন বিচারপতি।

High Court of Karnataka
কর্ণাটক হাইকোর্ট (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 10:43 PM IST

বেঙ্গালুরু, 21 সেপ্টেম্বর: বিচারপতির আসনে বসে সংখ্যালঘু এলাকা সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন । শুধু তাই নয়, এক মহিলা আইনজীবী সম্পর্কেও কিছু কথা বলেছিলেন । সুপ্রিম কোর্ট নড়েচড়ে বসতেই নিজের মন্তব্যের জন্য দু:খ প্রকাশ করলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ভি শীর্ষানন্দ।

শনিবার আদালতের শুনানি চলাকালীন তিনি বলেন, "আমি যে সমস্ত মন্তব্য করেছি তা একেবারেই অনভিপ্রেত। আমি জেনে বুঝে এমন মন্তব্য করিনি । তবু কোনও ব্যক্তি বা সম্প্রদায় যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দু:খ প্রকাশ করছি।" হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শুনানি এখন সরাসরি সম্প্রচারিত হয়। সোশাল মিডিয়ার সাহায্যে তা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যায় বহু মানুষের কাছে । বিচার প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ করতে এবং মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এমন পদক্ষেপ । তবে সম্প্রতি হাইকোর্টের এই বিচারপতির মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায় ।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টও সক্রিয় হয়ে ওঠে । দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড় ও বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এইচ রায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের বিচারপতির মন্তব্য নিয়ে তদন্ত করার নির্দেশ দেন । বিচারপতি কী বলছেন তা জানাতে কর্ণাটক হাইকোর্টকে রিপোর্ট জমার নির্দেশও দেয় শীর্ষ আদালত । এরপরই দু:খ প্রকাশ করেন বিচারপতি ।

অন্যদিকে, আপাতত হাইকোর্টের শুনানির সম্প্রচার বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছে আইনজীবীদের কয়েকটি সংগঠন। তাদের দাবি অবশ্য মানা হয়নি । আগের মতোই হাইকোর্টের বিচার-প্রক্রিয়া সরাসরি দেখাা যাবে। ঠিক হয়েছে হাইকোর্টের শুনানির সময় যে লাইভ ভিডিয়ো দেখানো হবে তা কোনও কাজে ব্যবহার করার আগে আদালতের অনুমতি নিতে হবে।

ABOUT THE AUTHOR

...view details